মেঘনায় লঞ্চডুবি : ভাগ্যক্রমে বেঁচে গেলো ২ শিশু

মোজাম্মেল হোসেন সজল মুন্সীগঞ্জ: লঞ্চ ডুবিতে ভাগ্যক্রমে বেঁচে গেছে ২ শিশু। বেঁচে যাওয়া লঞ্চ যাত্রী রাজু মিয়া জানান, তার চোখের সামনে এক মা তার ৬ মাসের শিশু সন্তানকে লঞ্চে থাকা একটি মরিচের বস্তার উপর ভাসিয়ে দেন। পরে মাঝ নদীতে ভাসমান অবস্থায় এমভি মিতালী-২ নামীয় সদরঘাট গামী অপর একটি লঞ্চের তুলে নিয়ে যাওয়া হলে ভাগ্যক্রমে ওই শিশুটি বেঁচে যায়। এদিকে, বেঁচে যাওয়া অপর যাত্রী আব্দুল গনি (৬২) জানান, শুকনো মরিচের বস্তার উপর ২ বছরের এক শিশুকে ভাসিয়ে দেন দুর্ঘটনা কবলিত সাতার জানা কয়েক যাত্রী। ওই যাত্রীরা সাতরিয়ে মরিচের বস্তার ভাসিয়ে ভাসিয়ে শিশুটিকে মেঘনার পাড়ে তোলে আনেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply