মুন্সীগঞ্জ ট্র্যাজেডি- নতুন বাসায় ওঠা হলো না মাসুদ চৌধুরীর

বিয়ে করেছেন প্রায় আড়াই বছর। এর মাঝে মুখ দেখেছেন ফুটফুটে পুত্র সন্তানের। জীবন-জীবিকার তাগিদে নিজে থাকেন ঢাকায় চাচার সঙ্গে। রাজধানীর লালবাগে বাসা। আর স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি- শরীয়তপুরে। মাঝে মধ্যে তারাও ঢাকায় চাচার বাসায় এসে থাকতেন। কিন্তু বেশির ভাগ সময় বাড়িতে থাকায় মন পড়ে থাকতো গ্রামে প্রিয় মানুষগুলোর কাছে। এ জন্য অনেক দিন ধরে ভাবছিলেন- ঢাকায় নিজে একটা বাসা ভাড়া নেবেন। সেখানে উঠবেন স্ত্রী-সন্তান নিয়ে। সাজাবেন সুখের সংসার। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবেন। পরিকল্পনা মতো শেষ অবধি একটি বাসা ভাড়া নেন আজিমপুরে। ঘর সাজানোর আসবাবপত্র অল্প অল্প করে কিনছিলেনও। কথা ছিল আগামী মাসের ১ তারিখ থেকে উঠবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না তার। স্ত্রী-সন্তান নিয়ে নতুন বাসায় ওঠার আগেই লঞ্চডুবিতে মারা গেলেন মাসুদ চৌধুরী (৩৩)। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সিনিয়র ক্যামেরাম্যান তিনি। তার সঙ্গে সলিল সমাধি হয় প্রিয়তমা স্ত্রী পান্না, দেড় বছরের একমাত্র শিশুপুত্র মাহিম চৌধুরী ও চাচাতো ভাই শিমুলের। আরেক চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান শেষে সোমবার রাতে লঞ্চযোগে ঢাকা ফিরছিলেন তারা। মুন্সীগঞ্জে মেঘনা নদীতে তেলবাহী কার্গোর ধাক্কায় যে লঞ্চডুবি হয়, তার যাত্রী ছিলেন তারা। ঘটনার পর প্রায় তিন দিন নিখোঁজ ছিলেন সবাই। গতকাল বিকালে লঞ্চের একটি কেবিন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। মরদেহগুলো বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

মাসুদ চৌধুরীর জন্ম ১৯৭৮ সালের ৪ঠা এপ্রিল। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক-এ। পিতার নাম তারা চৌধুরী। মা সাকিরা বেগম। এক ভাই মামুন চৌধুরী ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান হওয়ার সুবাদে থাকেন ঢাকায়। আর একমাত্র ছোট বোন নিয়ে মা-বাবা থাকেন গ্রামের বাড়িতে। ২০০২ সালে ক্যামেরাম্যান হিসেবে তার ক্যারিয়ার শুরু। এর আগে আরও কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন। তবে সব শেষ কর্মস্থল বাংলাভিশন। চ্যানেলটির শুরু থেকে তিনি ক্যামেরার পেছনের কারিগর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ভোরে যখন নৌকাডুবির খবর জানাজানি হয়, প্রথমে কারওই মনে পড়েনি সেই লঞ্চে থাকতে পারেন তিনি। কিন্তু সকালে যখন কেউ কেউ বলছিলেন, শরীয়তপুর থেকে রাতের লঞ্চেই মাসুদের ঢাকা ফেরার কথা। তখন সবাই তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন তখন বন্ধ। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়- হ্যাঁ, ওই লঞ্চেই তিনি ঢাকা ফিরছিলেন। লঞ্চডুবির খবর শুনে ছোট ভাই মামুন চৌধুরীসহ পরিবারের সদস্য ও বাংলাভিশনের সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। লাশ উদ্ধার হওয়ার আগ পর্যন্ত তারা সেখানেই ছিলেন। মাসুদ চৌধুরীর ১২ই মার্চ ভোরে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু বিএনপি’র মহাসমাবেশের কারণে সরকার লঞ্চ ও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিলে সেদিন ফেরা হয়নি। পরদিন রাতে স্ত্রী-সন্তান নিয়ে লঞ্চে চড়েন।

লঞ্চডুবিতে সপরিবারে সহকর্মী নিখোঁজ এবং পরে তাদের লাশ উদ্ধারের খবরে বাংলাভিশনে শোকের ছায়া নেমে আসে। লাশ উদ্ধারের আগ পর্যন্ত প্রতি মুহূর্তে তারা খবরাখবর জানতে উদগ্রীব হয়ে ওঠেন। গতকাল বিকালে বেসরকারি টিভি চ্যানেলটিতে গেলে মাসুদ চৌধুরীর সহকর্মী ও কর্মকর্তাদের স্মৃতি খুঁজে ফিরতে দেখা যায়। এ প্রতিবেদকের সঙ্গে স্মৃতিচারণের সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। সবাই তার ভূয়সী প্রশংসা করেন। কর্মদক্ষতা, কাজের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতার কারণে অল্প সময়ের মধ্যে তিনি সবার বিশ্বস্ত ও আস্থাভাজন হয়ে উঠেছিলেন। ক্যামেরা বিভাগ থেকে শুরু করে অনুষ্ঠান বিভাগের সবাই তাকে হারিয়ে আফসোস করছিলেন। আবার এভাবে ঘনঘন লঞ্চ দুর্ঘটনা ঘটলেও তা রোধে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। দুর্ঘটনার পর সরকারের আর্থিক সহায়তাকে ‘হাস্যকর’ ও নিহতের পরিবারের প্রতি ‘উপহাস’ বলে অনেকে মন্তব্য করেন। বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম শামীম শাহেদ স্মৃতি আওড়াতে গিয়ে পাল্টা প্রশ্ন করেন, ভাল মানুষরা কেন এত তাড়াতাড়ি চলে যায়। মাসুদকে কেন এই পরিণতি নিয়ে চলে যেতে হলো? তিনি লঞ্চ ব্যবস্থাপনা ও সরকারি ব্যর্থতার সমালোচনা করেন। বলেন, আমাদের সিস্টেম ঠিক মতো কাজ করে না। ওভার লোডের কারণে লঞ্চ ডুবে যাচ্ছে। কিন্তু সরকারের সেদিকে কোন ভ্রূক্ষেপ নেই। সাগর-রুনিরা মারা যাচ্ছে। ফলাফল কিছুই হচ্ছে না। একটি দেশ এভাবে চলতে পারে না। মাসুদ সম্পর্কে বলেন, আমি তার প্রতি চরম বিশ্বাসী ছিলাম। তার প্রতিদানও কাজের মাধ্যমে সে দিতো। ‘ফাঁকি’ শব্দটা ছিল তার কাছে একেবারেই অপরিচিত। তাই সব গুরুত্বপূর্ণ ও বড় অনুষ্ঠানে ক্যামেরার ভার পড়তো তার ওপর। বাংলাভিশনের সহকারী ম্যানেজার-অনুষ্ঠান ফজলুল হক আকাশ বলেন, তার কাজের কোন জুড়ি ছিল না। নিখুঁতভাবে কাজ করতেন। কোন ফাঁক রাখতেন না বলে সবাই খুব আস্থার সঙ্গে ভরসা করতে পারতেন। নিয়মিত নামাজ পড়তেন। সত্য বলা ছিল তার অভ্যাস। মানুষ কত নম্র-ভদ্র আর অমায়িক হতে পারে সেটা তাকে দেখলে অনুমান করা যেতো। নিজের শিশুপুত্রটাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ওদের প্রায়ই ঢাকায় নিয়ে আসতেন। এলে বাংলাভিশনে নিয়ে আসতেন বাচ্চাকে। যখনই তাকে ডাকা হতো তখনই তাকে পাওয়া যেতো। কখনই কোন কাজে না করেননি। কাজের প্রতি তিনি এমন আন্তরিক ছিলেন যে সে জন্য অফিসের পাশেই এক সময় বাসা নিয়েছিলেন। যেন যে কোন সময় চলে আসা যায়। তিনি বলেন, লাশ দাফনকাপনের জন্য ৩০০০ টাকা দেয়া হচ্ছে। এই চড়া দামের বাজারে এটা নিহতদের প্রতি উপহাস ছাড়া আর কি?

মাসুদ চৌধুরী আর আরেক সিনিয়র ক্যামেরাম্যান জাকির হোসেন রাজু দুই বছর ছিলেন একই সঙ্গে একই বাসায়। বলেন, বিয়ের পর তিনি চাচার বাসায় চলে যান। মাসুদ ছিলেন বন্ধুর মতো। আড্ডা দিতেন। বাসা পরিবর্তনের পরও ঘন ঘন চলে আসতেন আমাদের ওখানে। তিনি কাজের প্রতি কি পরিমাণ পেশাদার ছিলেন তার প্রমাণ হলো- অনুষ্ঠান রেকর্ডের ভিডিও এডিটরের সঙ্গে এ নিয়ে কথা বলতেন। কোথাও কোন সমস্যা হয়েছে কিনা তা জেনে নিতেন। ভুল হলে সেটা শুধরে নেয়া ছিল তার নেশা। ক্যামেরাম্যান সাহাবুদ্দিন মাসুদ রানা বলেন, আমার সঙ্গে সর্বশেষ কথা হয় ১২ই মার্চ রাত ৮টায়। কবে আসছেন জানতে চাইলাম। বললেন, কাল আসবো। আমার ডিউটি সম্পর্কেও খোঁজ নিলেন। আর কোন কথা হয়নি। আমি জুনিয়র হলেও বন্ধুর মতো ব্যবহার করতেন। হাতে ধরিয়ে শিখাতেন। কারও সঙ্গে কখনই কোন রকম দ্বন্দ্ব হতো না। সবার সঙ্গে ভাল সম্পর্ক ছিল তার। তিনি দেখতে ছোট ছিলেন কিন্তু কাজ করতেন বড়। অনেকে তার কাজ দেখে বিস্মিত হতেন।

মানবজমিন

Leave a Reply