মেঘনায় নিমজ্জিত লঞ্চের আরো ১০ যাত্রীর লাশ উদ্ধার

মোট উদ্ধার ১২৪
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জের মেঘনা নদীতে নিমজ্জিত শরীয়তপুর-১ লঞ্চের আরো ১২ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। লাশগুলো মেঘনা নদীতে ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। এর মধ্যে গজারিয়া থানা পুলিশ ৫টি, মুন্সীগঞ্জ থানার পুলিশ ৫টি ও মতলবের ষাটনল এলাকার থেকে ২টি লাশ উদ্ধার করে। মেঘনা পাড়ের চরকিশোরগঞ্জ এলাকায় উদ্ধার করা লাশ ১২ টি রাখা হয়েছে।

উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে রয়েছে- ৯জন পুরুষ, ২জন মহিলা ও ১জন শিশু। এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। এ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ১২৪। এদিকে বুধবার বিকাল ৩ টার দিকে প্রায় সাড়ে ৩৭ ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজা নিমজ্জিত লঞ্চটিকে উদ্ধার করে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত লঞ্চের দ্বিতীয় তলা থেকে একে একে ৭৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩৪ টি লাশ উদ্ধার হয়েছিল। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বিআইডব্লিউটিয়ের চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ঝাপটাচয় (উত্তর চর মশুরা) সোমবার দিবাগত রাত ২টার দিকে তেলবাহী ট্রাংকারের ধাক্কায় এমভি শরীয়তপুর-১ লঞ্চটি প্রায় ৩ শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে নিমজ্জিত হয়। সোমবার রাত ৯টায় শরীয়তপুরের সুরেস্বর লঞ্চ ঘাট থেকে ৩ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে আসার পথে রাত ২টায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা কবলে পড়ে। বুধবার বেলা সাড়ে ১১ টা ৭০ ফুট নিমজ্জিত লঞ্চটিকে শনাক্ত করা হয়। কোস্টগার্ড নৌ বাহিনী, দমকল বাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply