মেঘনা ট্রাজেডি: লাশের সংখ্যা বেড়ে ১৪০

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জের মেঘনা নদীতে নিমজ্জিত এমভি শরীয়তপুর-১ লঞ্চের আরো ২৮ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে । এ নিয়ে লাশের সংখ্যা দাড়িয়েছে ১৪০। লাশগুলো মেঘনা নদীতে ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ।

উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে রয়েছে-৩ জন মহিলা, ৪ জন শিশু ও ২১ জন পুরুষ। এদের মধ্যে ২১ জনের লাশ শনাক্ত করা হয়। এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী ৭ জনের লাশের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে তারা হলেঅ- তামিম (২৫), হিমা (০৬), আব্দুল খালেক (৫৫), কাউসার (২৫), শাহ জালাল (৩০), রোকসানা (২৫), শুভ (০৭), লামিয়া (২৪), তাসলিমা (২৫), নাহিদ (৩৮), আলমগীর (৩৪), ইলিয়াস (৫৫), জুবায়ের (২৪), মনির (৩৫), সোহেল (২৫), আবুল হাশেম (৪৪), লিটু (২৮), সিরাজ (২৭), নুরে আলম (২৫), আবুল হোসেন (৫৫), ফজলুল হক (৪৮)।

এদিকে বুধবার বিকাল ৩ টার দিকে প্রায় সাড়ে ৩৭ ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজা নিমজ্জিত লঞ্চটিকে উদ্ধার করে । বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত লঞ্চের দ্বিতীয় তলা থেকে একে একে ৭৫টি মৃতদেহ উদ্ধার করা হয় । এর আগে মঙ্গলবার রাত ১১টা পযন্ত ৩৭ টি লাশ উদ্ধার হয়েছিল।বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বিআইডব্লিউটিয়ের চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ঝাপটাচয়(উত্তর চর মশুরা) সোমবার দিবাগত রাত ২টার দিকে তেলবাহী ট্রাংকারের ধাক্কায় এমভি শরীয়তপুর-১ লঞ্চটি প্রায় ৩ শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে নিমজ্জিত হয় ।সোমবার রাত ৯টায় শরীয়তপুরের সুরেস্বর লঞ্চ ঘাট থেকে ৩ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে আসার পথে রাত ২টায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা কবলে পড়ে ।বুধবার বেলা সাড়ে ১১ টা ৭০ ফুট নিমজ্জিত লঞ্চটিকে শনাক্ত করা হয় । কোস্টগার্ড নৌ বাহিনী, দমকল বাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

ঘাতক নৌযানের বিরুদ্ধে মামলা –
সোমবার দিবাগত গভীর রাত ২ টায় এমভি শরীয়তপুর-১ লঞ্চ ডুবির ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয়ের ঘাতক নৌযানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে
গজারিয়া থানা পুলিশ। আজ রাত ৯টার দিকে গজারিয়া থানার মো. হায়দার আলী বাদী হয়ে এ মামলাটি করেন।

গজারিয়া উপজেলার ইউএনও মো: আশাদুজ্জামান জানান, ঘাতক নৌযানকে শনাক্ত করা যায়নি। তবে, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের বিশেষজ্ঞদের মতে, বড় আকারের কোন খালি ট্যাংকার লঞ্চটিকে ধাক্কা দিলে এ নৌ-দুর্ঘটনাটি ঘটে। ঘাতক নৌ-যানকে শনাক্ত করা না গেলেও অজ্ঞাত নৌ-যানের বিরুদ্ধে গজারিয়া থানা পুলিশ মামলা দায়ের করেছেন।

নৌ-পরিবহন মন্ত্রীকে দুষছেন স্বজনরা-
লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা ছিল ঢিলে-ঢালা-এমন অভিযোগ করেছেন নিহত ও নিকোঁজ যাত্রীদের স্বজনরা। আর ধীরগতির উদ্ধার কাজের জন্য প্রিয়জন হারানোর স্বজনরা নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে দুষছেন। তারা জানান, সোমবার রাত ২ টায় লঞ্চ ডুবে। পরের দিন মঙ্গলবার দুপুর ২ টায় মন্ত্রী আসেন ঘটনাস্থলে। তিনি আসার আগ পর্যন্ত উদ্ধার কাজে গতি ছিল। কিন্তু নৌ-মন্ত্রী আসার পর উদ্ধার কাজে নেমে ধীরগতি। শরীয়তপুরের এই মন্ত্রীর কারনেই ঘটনার ২দিন পর লঞ্চ উদ্ধার হলে অনেকের লাশ ভেসে গেছে বলে অভিযোগ স্বজনদের।

বাংলা ২৪ বিডি নিউজ

=======================

লঞ্চডুবি: বৃহস্পতিবার ২৭ লাশ উদ্ধার, মোট ১৩৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি শরীয়তপুর-১ লঞ্চডুবির ঘটনায় বৃহস্পতিবার আরও ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লাশের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯। উদ্ধার করা লাশগুলোর মধ্যে ৪ জন নারী, ৩ শিশুটি ও বাকিগুলো পুরুষের।

তবে এখনও অনেকে নদীর পাড়ে এসে অপেক্ষায় রয়েছেন হারানো স্বজনের লাশ খুঁজে পাওয়ার আশায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত গজারিয়ায় মেঘনায় ভেসে ওঠা ২৪টি লাশ ও চাঁদপুরের ষাটনল এলাকায় ভেসে ওঠা দু’টি লাশসহ মোট ২৬টি লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় লোকজন।

তিনি জানান, বৃহস্পতিবার উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে ২২ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় নিশ্চিত হতে না পারায় বাকি লাশগুলো রাখা হয়েছে মেঘনাপাড়ের চরকিশোরগঞ্জ এলাকায়।

ইতোমধ্যে ওই লাশগুলোতে পচন ধরতে শুরু করেছে বলেও জানান ওসি।

এর আগে সোমবার রাত ২টার দিকে লঞ্চডুবির পর মঙ্গলবার সকাল থেকে ও বুধবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশ, দমকল বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে ১১২টি লাশ উদ্ধার করে। এরপর লঞ্চ দুর্ঘটনার দ্বিতীয় দিন বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার।

কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে গজারিয়ার মেঘনায় একের পর এক লাশ ভেসে উঠতে থাকায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আবার উদ্ধারকাজ শুরু করে।

ওসি জানান, এখনও অনেক লাশ না পাওয়ার কথা জানিয়েছেন নিখোঁজদের স্বজনরা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুলিশের একটি দল ছাড়া ঘটনাস্থলে প্রশাসনের আর কেউ ছিলেন না। বিষয়টি বাংলানিউজের পক্ষ থেকে জেলা প্রশাসক আজিজুল আলমকে জাননো হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুল হক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুল আলম ঘটনাস্থলে যান। এ সময় তারা আবার উদ্ধারকাজ জোরদার করেন এবং লাশ দাফনের জন্য ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত পাঁচ হাজার করে টাকা সনাক্ত হওয়া লাশের স্বজনদের দেন। তবে এ সময় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে কেউ সেখানে না থাকায় তাদের বরাদ্দকৃত তিন হাজার করে টাকা স্বজনদের দেওয়া সম্ভব হয়নি।

কাজী দীপু, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
==================

মুন্সীগঞ্জের মেঘনায় লঞ্চ ডুবি : আরও ২৭ টি লাশ

মোহাম্মদ সেলিম, চরকিশোরগঞ্জ (মুন্সীগঞ্জ) থেকে ফিরে : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় বৃহস্পতিবার আরও ২৭টি লাশ উদ্ধার হয়েছে। কোস্টগার্ড ও পুলিশ লাশগুলো উদ্ধার করে। এই নিয়ে এই দুর্ঘটনায় লাশের সংখ্যা দাঁড়ালো ১৩৯।

এ ব্যাপারে গজারিয়া থানায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। ৭ জনকে অভিযুক্ত করে গজারিয়া থানার এসআই হায়দার আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, এমভি শরীয়তপুর-১ লঞ্চের মালিক, মাস্টার, সারেং, সুকানি এবং অজ্ঞাতনামা মালবাহী জাহাজের মাস্টার, সারেং, সুকানিকে আসামী করা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, সকালে দুর্ঘটনাকবলিত লঞ্চটির আশপাশেই ২৪টি লাশ ভেসে উঠে। আর ১টি লাশ লঞ্চের ভিতর থেকে উদ্ধার করা হয়। অপর ২টি লাশ চাঁদপুরের মতলবের কাছে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ পুরুষ, ২ মহিলা ও ৪ শিশুর লাশ রয়েছে। তিনি আরো জানান নিখোঁজের সঠিক সংখ্যা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তাদের ২ টি টিম স্প্রীড বোর্ট নিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

এর মধ্যে ২০ লাশের পরিচয় পাওয়া গেছে এবং হস্তান্তর করা হয়েছে। তারা হলেন,শভাগা (৭), রোকসানা (৩৪), কাউসার হালদার(২৬), তাসলিমা(২৫), খালেক(৩৫), শাহজালাল রাঢ়ি(২২), হিমা(৭) শহিদ হোসেন (৩৮), আলমাছ (৩৫), লঞ্চের কেরানী ইলিয়াছ(৫৫), যোবায়ের (৪), মনির হোসেন (৩৫), সোহেল (২৪) হাসেম সৈয়াল (৫৫), রিকু ফকির(২৮), মিরাজ(২), নাসিমা(২৪), ফজলুল হক (৪৮), সৈয়দ আবুল হোসেন (৫৫) ও নুরে আলম(২০)। তবে বাকীদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

স্বজনদের দেয়া তালিকানুযায়ী এখনও ৫ জন নিখোঁজ রয়েছে গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান। তিনি বলেন লঞ্চে থাকা মরিচের বস্তাগুলোও মরিচের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এদিকে আজো স্বজনহারা অনেক মানুষ মেঘনার তীরে ভীর জমাচ্ছে। অনেকে ট্রলার নিয়ে নদীতে নিখোঁজদের খুজে ফিরছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দুর্ঘটনাস্থলেই রয়েছে। রাতে জোয়ারের পানি বৃদ্ধির সময় লঞ্চটি তীরের আরও কাছে নেয়া হয়েছে।

উদ্ধাকারী জাহাজ রুস্তম’র কমান্ডার ফজলুর রহমান জানান, বুধবার রাতে দুর্ঘটনা কবলিত লঞ্চটি গজারিয়া থানার ওসি শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত আড়াইটার দিকে এমভি শরিয়াতপুর-১ কার্গোর ধাক্কায় মেঘনায় ডুবে যায়। লঞ্চটি রাত সাড়ে ৯ টায় শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply