মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে থাকা ৭ লাশের মধ্যে শুক্রবার ৪ জনের লাশ সনাক্ত করে নিয়ে গেছেন তাদের স্বজনেরা। সনাক্ত হওয়া লাশগুলো হলো- মোহাম্মদ আলী মাঝি (৫০), মিরু ছৈয়াল (৭০) ও সবুজ (২০)। এছাড়া অপর ১ লাশ বৃহস্পতিবার রাতে হস্তান্তর করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি।
মোহাম্মদ আলীর লাশ তার ভাই বাবলু মাঝি, মিরু ছৈয়ালের লাশ ছেলে আলমগীর হোসেন ও সবুজের লাশ ভাই আক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, পরিচয় সনাক্ত হওয়ায় ৪ টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর ৩ টি লাশের পরিচয় না পাওয়ায় মর্গে রাখা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply