মেঘনায় লঞ্চ ডুবির ঘটনায় গজারিয়া থানায় মামলা

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় ৩ দিন পর ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এসআই হায়দার বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে গজারিয়া থানায় এ মামলা রুজু করেন। এবিষয়ে গজারিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, লাশ উদ্ধারের কাজ অগ্রাধিকার দেওয়ার কারণে ঘটনার সঙ্গে সঙ্গে না করে বৃহস্পতিবার মামলা রুজু করা হয়।

এতে শরীয়তপুর-১ লঞ্চের মালিক, সারেং, সুকানী, অজ্ঞাত কার্গো জাহাজের মাস্টার, সারেং ও সুকানীকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক কার্গো জাহাজটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। নৌপথ সংশ্লিষ্ট সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply