মুন্সীগঞ্জের গজারিয়া থানার সাবেক ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি হয়েছে ।গতকাল রোববার মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলী আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে এই সমন জারি করেন। আগামী ১৫ এপ্রিল তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে । এরা হলেন- গজারিয়া থানার সাবেক ওসি এস এম শহীদুল ইসলাম, এস আই তারিকউজ্জামান ও শামসুল আলম। এদের মধ্যে ওসি এস এম শহীদুল ইসলাম বর্তমানে জেলার টঙ্গীবাড়ি থানায় ও এস আই তারিকউজ্জামান লৌহজং থানায় কর্মরত রয়েছেন। অপর এস আই শামসুল আলম গজারিয়া থানায় রয়েছেন ।জানা গেছে, ২০১০ সালের ৩ জানুয়ারি দিনের বেলায় গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিটি কান্দিতে একটি ভূমিদস্যু চক্র মো. মাহফুজ মিয়ার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বোল্ডজার দিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। একই সময়ে ভূমিদস্যু চক্রটি মাটি ভরাট করে তার সম্পত্তি জবর-দখলের চেষ্ঠা চালায় ।
এই বিষয়ে পরদিন থানায় মামলা করতে গেলে থানার ডিউটি অফিসার এস আই তারিকউজ্জামান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম অভিযোগ আমলে না নিয়ে দুর্ব্যবহার করে থানা থেকে বের করে দেয়। পরবর্তীতে মো. মাহফুজ মিয়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও গজারিয়া ইউএনও’র সহযোগিতা কামনা করেন । একই সালের ১০ জানুয়ারি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে মাহফুজ মিয়ার জমির সীমানা পুন:নির্ধারন করে দিয়ে সীমানা বরাবর দেয়াল নির্মাণ করতে বলে আসেন। এর পর মাহফুজ মিয়া গজারিয়া থানার ওসিকে লিখিতভাবে অবহিত করে একই বছরের ২৭ জানুয়ারি তার সম্পত্তিতে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন । এ সময় অপর এস আই শামসুল আলম ৮-১০ জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর গত বছরের ৩ মে ওই পুলিশ কর্মকর্তাকে আসামি করে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলী আদালতে মাহফুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন । আদালত মামলাটি আমলে নিয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়।ইউএনও মামলাটি তদন্তের জন্য এসিল্যান্ড সবির হোসেনকে তদন্ত দেয় । এসিল্যান্ড পুলিশের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করে ।এতে মামলার বাদী গত বছরের ১৯ ডিসেম্বর একই আদালতে নারাজি দেন। এরপর মামলাটি সংশ্লিষ্ট আদালতের বিচারক তাওহীদা আক্তার জুডিশিয়াল তদন্ত করেন। মামলার সাক্ষীদের আলোকে আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ১৬৬/২১৭/৪২৭ ধারা অপরাধের প্রাথমিক সত্যতা প্রমানিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন ।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply