কাজী দীপু: মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামে জনৈক বাসেদ মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১টার দিকে ১২/১৫ জনের একদল ডাকাত বাসেদ মোল্লার বাড়ির দু’টি ফটক ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তারা ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালঙ্কার ও আলু বিক্রির নগদ দুই লাখ ৮৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরির্দশক (এসআই) সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply