জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক মিটিং হাসপাতালের সভাকক্ষে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ হাসপাতালে সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। স্থানীয় সংসদ সদস্য এম. ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এম. আজিজুল আলম, সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক শামসুল কবীর মাষ্টার, রেডক্রিসেন্ট মুন্সীগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ। বক্তারা হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি, দালালদের দৌরাত্ব, অ্যাম্বুলেন্স অপর্যপ্ততা ও অধিক ভাড়া আদায় করা, অপারেশন থিয়েটার অকার্যকর থাকাসহ বিভিন্ন অনীয়ম ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply