মুন্সীগঞ্জে লঞ্চ ডুবির সাতদিন পেরিয়ে গেলেও নিখোঁজ আরো ৪ যাত্রীর লাশ পাওয়া যায়নি। গতকাল সোমবার দিনভর পুলিশ মেঘনাবক্ষে নিখোঁজ যাত্রীদের খোঁজে বেরিয়েছে। আগের দিন গত রোববারের মতো গতকাল সোমবার দিন শেষে লাশ উদ্ধারের খাতায় অঙ্ক শূন্যতে রয়েছে। এরই মধ্যদিয়ে উদ্ধার তৎপরতার ৬ দিলেঞ্চের যাত্রী জাপান প্রবাসী আকরাম হোসেন খান, নড়িয়ার জাকির ঢালীসহ ৪ যাত্রী এখনো নিখোঁজ রয়ে গেলো। গজারিয়া উপজেলার ইউএনও মো. আশাদুজ্জামান জানান, মুন্সীগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় গত দুদিনে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। এর আগে সর্বশেষ গত শনিবার পর্যন্ত লঞ্চ ডুবিতে মৃতের সংখ্যা ১৪৭-এ সীমাবদ্ধ রয়েছে। তিনি আরো মেঘনায় নিখোঁজ যাত্রীদের খোঁজে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। আরো কয়েকদিন পুলিশ এ উদ্ধার কাজ চালাবে।
জেলার গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে অঞ্জাত পরিচয়ের নৌযানের ধাক্কায় এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চ ডুবির ঘটনা ঘটে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজ রুস্তম মেঘনাবক্ষের ৮৫ ফুট পানির গভীরে থাকা দুর্ঘটনাকবলিত লঞ্চটি শনাক্ত করে। এ সময় রুস্তমের একার পক্ষে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে উদ্ধারকারী অপর জাহাজ হামজাকে খবর দেওয়া হয়। পরদিন গত বুধবার সকালে হামজা-রুস্তম যৌথভাবে উদ্ধার কাজে নামে। এ দিন বিকাল ৩টায় লঞ্চটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনাবক্ষে অজ্ঞাত পরিচয়ের নৌযানের ধাক্কায় এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চ ডুবির এ ঘটনা ঘটে।
ডেসটিনি
Leave a Reply