ছোট মালবাহী নৌযানের কারণে দুর্ঘটনা !

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার নৌমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটি প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাইতুল আমিন ভূঁইয়া জানিয়েছেন, “এ ঘটনায় দোষী কোনো জাহাজকে সনাক্ত করা যায়নি। তবে বালুবাহী বা মালবাহী ছোট নৌযানের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।” এমভি শরীয়তপুর-১ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ১২ মার্চ গভীর রাতে ডুবে যায়। নৌমন্ত্রী কাল বৃহ¯পতিবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করবেন।

মুন্সিগঞ্জ নিউজ
=================

লঞ্চ দুর্ঘটনার তদন্ত: পার পেয়ে যাচ্ছে অপরাধীরা

মুন্সীগঞ্জের চর কিশোরীতে লঞ্চ দুর্ঘটনা তদন্তের রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে। তবে দূর্ঘটনায় এই ঘটনার জন্য দায়ী কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়নি। এমনকি ওই কার্গো জাহাজকেও চিহ্নিত করতে পারেনি। আর এ কারণেই পাড় পেয়ে যাচ্ছে অপরাধীরা। নৌমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটি প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা দুর্ঘটনার জন্য দায়ী নৌযানটি সনাক্ত করতে পারেননি । উল্লেখ্য, শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি শরীয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি গত ১২ মার্চ রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যায়। দুর্ঘটনায় ডুবে যাওয়া ১৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎণিকভাবে তাদের লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডবিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর তিনটি তদন্ত কমিটি কাজ করে। এর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও তারা অপরাধীদের বের করতে পারেনি। এেিক নৌমন্ত্রী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করবেন।

আমাদের সময়

Leave a Reply