টঙ্গীবাড়ীতে ফুল চাষ

খান আবু বকর সিদ্দীক: গাঁদা ফুল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন টঙ্গীবাড়ী উপজেলার অনেক কৃষক। মুন্সীগঞ্জে ফুলের ব্যাপক চাহিদা আছে বলেই স্থানীয় চাষিরা ফুলের আবাদে ঝুঁকে পড়েছেন। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এ অঞ্চলে তাজা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে জাতীয় দিবস, এমএলএ ও বীমা কোম্পানির সেলিব্রেশন অনুষ্ঠানে প্রচুর ফুল বিক্রি করেন ফুলচাষিরা। দেশের বিভিন্ন এলাকা থেকে ফুল বিক্রেতারা এসে চাষিদের কাছ থেকে ফুল কিনে নেয়। অন্যান্য ফসলের চেয়ে ফুল চাষ লাভজনক বলে টঙ্গীবাড়ীর অনেক এলাকায় এখন ফুলের আবাদ হচ্ছে। এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় ২০ একর আবাদি জমিতে গাঁদাসহ অন্যান্য ফুলের চাষ করা হয়েছে। উপজেলার সোনারং গ্রামের তারামিয়া ৩ একর জমিতে ফুল চাষ করেছেন। তিনি আগে পাখি পালন ও শিকার করে বেচাকেনা করতেন। ওই পেশা ছেড়ে কয়েক বছর ধরে তারামিয়া ও তার স্ত্রী আবাদি জমিতে অন্যান্য ফসলের চেয়ে ফুল চাষ করে অধিক টাকা উপার্জন করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মহিদুর রহমান জানান, ফুল চাষ করে বর্তমানে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন_ এতে স্থানীয় কৃষি বিভাগও ফুল চাষে উৎসাহীদের সহযোগিতা করছে।

ডেসটিনি

Leave a Reply