ভারতের জৈনপুরী পীরের নামানুসারে মসিজদ উদ্বোধন

মুন্সীগঞ্জে লৌহজংয়ে নদী ভাঙ্গন কবলিতদের জন্য প্রমত্তা পদ্মা পাড়ে ভারতের জৈনপুরী পীরের নামানুসারে একটি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। জেলার লৌহজং উপজেলার নদী ভাঙ্গনে বিলীন গাওদিয়া গ্রামে পদ্মা পাড়ে আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে জৈনপুরী পীর আল্লামা হযরত মাওলানা আফজাল আহমদ আল কোরাইসি এ মসজিদের উদ্বোধন করেন। মসজিদটির নামকরণ করা হয়েছে আফজালিয়া-কারামতি জামে মসজিদ। গ্রামের ৮০ বছরের বৃদ্ধ আব্দুল আজিজ জানান, বিগত এক যুগ আগে লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামটি পুরোই নদীর ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়। নদী ভাঙ্গনের শিকার নারী-পুরুষের জন্য ভারতের জৈনপুরী পীর এ মসজিদ নির্মাণ হাতে নেয়। ৬ শতাংশ জমির উপর মসজিদটি নির্মাণ করা হয় জৈনপুরী পীর ও তার ভক্তদের অর্থায়নে। এ সময় নদী ভাঙ্গনের মিকার শত শত মুসল্লি­ সেখানে উপস্থিত ছিলেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply