পরিবারের অভিযোগ হত্যা
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের রুমা রানী দাসের (২১) ঢাকার ডেমরায় রহস্যজনক মৃত্যু হয়েছে।রুমা ঢাকার ডেমরা থানাধীন দেইল্যা পুর্ব-পাড়াস্থ ঋষিবাড়ির গৃহবধূ । নিবেদিতা নামে তার ৭ মাসের এক কন্যা শিশু রয়েছে । এ ঘটনায় মুন্সীগঞ্জে বসবাসরত নিহত রুমার পরিবার হত্যার অভিযোগ এনেছেন। স্বামী ও তার পরিবারের লোকজন রুমাকে হত্যা করে এখন আতœহত্যা বলে চালিয়ে দিচ্ছে বলে পরিবারটির দাবি। শনিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসকাবে নিহতের ভাই শ্যামল ও বোন সুস্মিতা সাংবাদিকদের কাছে রুমাকে হত্যা করার অভিযোগ আনেন।
বোন সুস্মিতা জানায়, গত ১৯ মার্চ রাত ৮ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাছে কাটাখালী ঋষিপাড়া গ্রামে রুমার বাবা-মা ও স্বজনদের কাছে সেল ফোনে খবর দেয়া হয়, রুমা গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। ওই দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে রুমা আতœহননের পথ বেছে নেয় বলে স্বামীর পরিবারের লোকজনের দাবি। কিন্তু ওই রাতে ঢাকার ডেমরা থানাধীন দেইল্যা পুর্ব-পাড়ার বাসায় গিয়ে দেখা গেছে- রুমার মৃতদেহ বিছানার মধ্যে শোয়া রয়েছে। রাত ৩ টার দিকে ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই শ্যামল দাস জানান, এ ঘটনায় ডেমরা থানায় হত্যার অভিযোগ দায়ের করলেও ডেমরা থানা পুলিশ মামলা না নিয়ে অপমৃত্যু মামলা রুজু করেছে। অপমৃত্যু মামলা নম্বর ৮০৩। দেড়-বছর আগে মুন্সীগঞ্জ শহরের কাছে কাটাখালী ঋষিপাড়া গ্রামের গোবিন্দ্র চন্দ্র দাসের মেয়ে রুমা রানী দাস ও নরসিংদীর পাঁচদোনা গ্রামের লেবা চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাসের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। পরিবার-পরিজন নিয়ে স্বামী গৌতম ঢাকার ডেমরা থানাধীন দেইল্যা পুর্ব-পাড়াস্থ ঋষিবাড়ি এলাকায় বসবাস করতো। মৃতদেহও স্বামী ও তার পরিবারের লোকজন জোর করে শশ্নানে দাহ করে ফেলে ।লাশ নিহতের পরিবারের লোকজন ফেরত চাইলেও দেয়া হয়নি বলে অভিযোগ করা হয় । এ ব্যাপারে ডেমরা থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেখানে কুতুবের অভাব নেই । আমি নিজেই লাশের সুরত হাল রিপোর্ট করেছি । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে । ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply