সিরাজুল ইসলাম চৌধুরী
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘‘আমাদের দেশের আদিবাসীরা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে তাদের অবস্থার উন্নতি করতে পারছে না । বাঙালিরা জাতিগতভাবে বিচ্ছিন্নতার মধ্যে আছি। আমরা আমাদের প্রতিবেশী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে জানি না। জাতীয়তাবাদের প্রধান ভিত্তি হচ্ছে ভাষা। ভাষার ওপর নির্ভর করেই জাতীয়তাবাদ গড়ে ওঠে।’’
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে বাঙলাদেশ লেখক শিবির আয়োজিত ‘ভাষা ও সাহিত্য সম্মেলন ২০১২’ এ এসব কথা বলেন তিনি। এবছরের প্রতিপাদ্য ‘মাতৃভাষায় আত্মপ্রকাশের অধিকার গণতান্ত্রিক’। বাঙলাদেশ লেখক শিবির এই সম্মেলনের আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শান্তনু কায়সারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম, সংগঠনের ঢাকা নগরীর সভাপতি কাজী ইকবাল, আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দীন মণ্ডল, সংগঠনের সাবেক সভাপতি শওকত আলী, সাহিত্যিক খালেকুজ্জামান ইলিয়াস ও জাভেদ হুসেন।
তিনি আরো বলেন, ‘‘এখন আমাদের স্বীকৃতি দরকার আমরা এক জাতির দেশ নই। পূর্বে যদি এটা মানা হতো তবে দ্বিজাতি তত্ত্ব আসত না। সাহিত্য চর্চার মাধ্যমেই কেবল উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য সাহিত্যে চর্চার পাশাপাশি দরকার বিজ্ঞান ও দর্শন চর্চা। আমাদের দেশের শাসকগোষ্ঠীরা বিরোধীদলকেই সহ্য করতে পারে না সেখানে আদিবাসীদের কি করে সহ্য করবে।’’
আমাদের দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারলেই সব ভাষার বিকাশ সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘‘মাতৃভাষার মাধ্যমেই শিক্ষার দরকার। মাতৃভাষার শিক্ষাই স্থায়ী, যা অন্য ভাষায় হয় না। আমাদের দেশের শিশুরা টিভি দেখে বাংলার আগে হিন্দি ভাষা শিখছে, যা খুবই বিপদের কারণ। এটা হচ্ছে আমাদের ব্যবসায়ী আগ্রাসনের ফলে। ভাষার বিকাশ একটি গণতান্ত্রিক বিশ্বেই সম্ভব এবং এর প্রধান বাধা পুঁজিবাদ। কারণ এই পুঁজিবাদ আজকের বিশ্বে আধিপত্য সৃষ্টি করছে।’’
জাভেদ হুসেন বলেন, ‘‘আমাদের ভাষা বিকাশের সঙ্গে শ্রেণী সংঘাত রয়েছে। তাই আমাদের ভাষার বিকাশের জন্য শ্রেণী বৈষম্যকে দূর করতে হবে।’’
সম্মেলনে উর্দু ভাষা ও সাহিত্যে ও সাঁওতালী ভাষা ও সাহিত্যে বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আহমদ ইলিয়াস ও এস সি আলবার্ট সরেন।
প্রবন্ধ পাঠে এস সি আলবার্ট সরেন বলেন, ‘‘আমাদের বাংলা ভাষার বিকাশের জন্য যে প্রচেষ্টা নেয়া হয়েছে অন্য ভাষার জন্য হয়নি। ভাষাসংগ্রামী সম্মেলনে আমাদের ভাষার জন্য কোনো কথা বলা হয়নি। আমাদের সাঁওতালী ভাষা বিকাশের জন্য কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। দেশের সব নাগরিকদের মাতৃভাষায় আত্মপ্রকাশ গণতান্ত্রিক অধিকার।’’
তিনি বলেন, ‘‘সাঁওতালী ভাষায় কোনো পত্রিকা বা ম্যাগাজিন না থাকায় কোনো সাঁওতাল তাদের নিজেদের ভাষায় মত প্রকাশের সুযোগ পাচ্ছে না।’’
বার্তা২৪
Leave a Reply