সাবেক সভাপতির কর্মকান্ড নিয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বিব্রত

কাজী মো. হেদায়েতউল্লাহ আহ্সান। তিনি ছিলেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি। এখনও তিনি নিজেকে সভাপতিই মনে করেন । বিদ্যুৎ গ্রাহকদের আয়ত্ত্বে রাখতে কৌশলে কাজ করে যাচ্ছেন ।কাজ হোক আর না হোক-নতুন বিদ্যুতের খুঁটি সরানো বা লাগানো, বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য লোকজন তার শরণাপন্ন হলেই আবেদনপত্র বা গ্রাহকের তোলা ছবিতে সুপারিশসহ সত্যায়িত করে দিচ্ছেন ।হরহামেশা তার এসব কর্মকাণ্ডে বিব্রত ও ুব্ধ মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান গ্রাহক কমিটির কর্মকর্তাসহ মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মকর্তারা । তাদের মতে, মতার বাইরে তিনি এসব কাজ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছেন ।তিনি কোন জনপ্রতিনিধি কিংবা প্রথম শ্রেনীর গেজেটভুক্ত কর্মকর্তাও নয় । তিনি কখনও কাউকে শনাক্ত করতে ছবির আবেদনপত্রে সত্যায়িত করতে পারেন না । এ ব্যাপারে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক প্রশান্ত কুমার মণ্ডল দুলাল বলেন,তার এসব কর্মকাণ্ডে আমরা বিব্রত । তিনি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছেন ।কারো কারো কাছ থেকে টাকা-পয়সাও হাতিয়ে নিচ্ছেন বলে তিনি জানান । মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি কাজী মো. হেদায়েতউল্লাহ আহ্সান টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা আখ্যায়িত করে বলেন, সাবেক সভাপতি হিসাবে লোকজন ও পল্লী বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ানরা আমাকে চেনে-তাই তারা আমার কাছে আসে। নিয়ম নেই, তারপরও করতে হয়।তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমও সাবেক সভাপতি হিসাবে আমাকে ইচ্ছা করলে ওই কাজ করার অনুরোধ করেছেন ।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো.ইমদাদুরল ইসলাম বলেন, তিনিতো কোন জনপ্রতিনিধি নন। আবেদনপত্র বা গ্রাহকের তোলা ছবিতে সুপারিশ ও সত্যায়িত করা তার কাজ নয় । সাবেক সভাপতিকে তিনি ওই কাজ করতে বলেননি বলে তিনি জানান ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply