চোখে কিছুই দেখতে পারছেন না আবদুর রহমান বয়াতি

শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির। বর্তমানে তিনি চোখে কিছুই দেখতে পারছেন না। পুরোপুরি অন্ধ জীবনযাপন করছেন বয়াতি। তাই পরিবারের কাউকে চিনতে পারছেন না তিনি। কোন রকমের বোধও কাজ করছে না তার। এছাড়া তার পায়েও সমস্যা দেখা দিয়েছে। পরিবার চিকিৎসার অর্থ জোগাড় করতে সক্ষম না হওয়ায় বর্তমানে একদমই বিনা চিকিৎসায় রয়েছেন বয়াতি। ২১শে মার্চ বয়াতিকে এমন অবস্থায় ধানমন্ডির জাপান-বাংলাদেশে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চারটি ব্যয়বহুল টেস্ট করার পরামর্শ দেন। সেই টেস্টের পরই বয়াতির চিকিৎসা শুরু করার কথাও বলেন চিকিৎসকরা।

কিন্তু সেই টেস্ট আজ পর্যন্ত করাতে সমর্থ হয়নি বয়াতির পরিবার। তাই দিনে দিনে আরও অবনতি হচ্ছে বয়াতির শারীরিক অবস্থার। এদিকে বয়াতির পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন তার মেজো ছেলে মোহাম্মদ আলম। হারমোনিয়াম বাজিয়ে যা তিনি উপার্জন করেন তা দিয়ে কোন রকমে সংসার চালান। এরপর বয়াতির চিকিৎসা চালানো কোনভাবেই সম্ভব হচ্ছে না তার পরিবারের পক্ষ থেকে। বাবার অবস্থা জানাতে গিয়ে মানবজমিনকে মোহাম্মদ আলম জানান, আমার বাবা শেষ হয়ে গেছেন। তিনি চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। পুরোপুরি অন্ধ হয়ে গেছেন। আমাদের কাউকে চিনতেও পারছেন না তিনি। সারাদিন শুধু চিৎকার করেন। তার পা হঠাৎ করে ফুলে গেছে। সব মিলিয়ে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন বাবা। তার চারটি টেস্টও করাতে পারিনি। পুরোপুরি চিকিৎসাবিহীন রয়েছেন তিনি। এখন প্রার্থনা করা ছাড়া আর কোন রাস্তা আমাদের জানা নেই।

মানবজমিন

Leave a Reply