জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ শহরে মাদকের রমরমা ব্যবসা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। মূল শহরে মধ্য রাতে গুলি বর্ষণ হয়। “গুলি ছোড়ার পরই তিন যুবক মোটরবাইক নিয়ে প্রকাশ্যে চলে যায়। রাত ১২ টা ৭ মিনিটে পৌরসভা ও শিল্পকলার সামনের এই ঘটনা তাৎক্ষনিক সদর থানার ওসি আবুল বাশারকে সেল ফোনে জানালেও তিনি কোন পুলিশ পাঠাননি। শহরের কয়েক বিশিষ্ট ব্যক্তি রাত ১টা পর্যন্ত সেখানে অপেক্ষা করলেও পুলিশ আসেনি। পরে তাঁরা আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরেন। পর দিন ১৩ মার্চ সকালে মিথ্যার আশ্রয় নিয়ে বিষয়টি সম্পর্কে এই ওসি জানান, পুলিশ তাৎক্ষনিক সেখানে গিয়ে কাউকে পায়নি। গুলি নয় পটকা ফুটেছে।”
ঠিক এভাবেই বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন বিষয়টি সভাকে অবগত করে জানান, যেহেতু যুদ্ধ করেছি এটা গুলি না পটকা সেটা অন্তত বোঝার ক্ষমতা আমার আছে। অবৈধ অস্ত্র উদ্ধারেও পুলিশ ব্যর্থ। তিনি জানান, সদর উপজেলার পানহাটায় এক ব্যক্তিকে নির্মমভাবে নির্যাতন করে হাত পা ভেঙ্গে দিলেও সেই মামলায় পুলিশ আসামী ধরছে না। পুলিশের সাথে আসামীদের বিশেষ সখ্যতা। কারণ জানতে চাইলে ওসি তাকে নাকি বলেন, আসামীরা জামিনে রয়েছে। ওসির এটিও মিথ্যাচার। সভায় তিনি প্রশ্ন করেন কোন আদালত থেকে আসামীরা জামিন নিয়েছে? কিন্তু সভায় ওসি উপস্থিত থাকলেও সদুত্তর দিতে ব্যর্থ হন।
একইভাবে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা সভাকে জানান, মর্নিং শিফটে সকালে শহরের এভিজেএম স্কুলে যাওয়া সময় শহরের প্রাণ কেন্দ্র হরেন্দ্র লাল পাবিলিক লাইব্রেরীর সামনে এক ছাত্রীর আর্ত চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে দেখেন এক ইভটিজার তাকে আক্রমণ করেছে। তাকে দেখে ইভটিজার দৌড়ে পালিয়ে যায়। তাহলে পুলিশ কি করছে?
পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন ও প্রেস ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ সভার আরও কয়েক সদস্য জানান, ইয়াবা এবং মাদকের রমরমা ব্যবসা চলছে এই ওসির পৃষ্ঠপোষকতায়। নাম্বার বিহীন মোটরবাইকের ছড়াছড়ি, হেলমেটের ভেতরেও ইয়াবা রাখা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক কোমলমতি শিক্ষার্থীরাও আক্রান্ত হচ্ছে এই মরণ নেশায়। খুন এবং চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। নৌপথে চলছে অরাজকতা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সভায় এসব ব্যাপারে খতিয়ে দেখার আশ্বাস দেন।
প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের বক্তব্য উল্লেখ করে সভায় সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ বলেন, অবৈধ নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনপূর্বক নৌপথকে নিরপদ করতে হবে। এছাড়া সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুল হক, এ্যাডভোকেট অজয় চক্রবর্তী, শাহ আলম মল্লিক, আফসার হোসেন ভূইয়া, শাসমুল কবির মাস্টার প্রমুখ।
সভার সভাপতি জেলা প্রশাসক মো. আজিজুল আলম জেলার শান্তি শৃঙ্খলায় রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। যারা সঠিকভাবে কাজ করছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
মুন্সিগঞ্জ নিউজ
==================
মাদক দ্রব্য, ডাকাতি-ছিনতাই বৃদ্ধি নিয়ে আলোচনার ঝড়
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় মাদক দ্রব্য ব্যবসার ব্যাপক বিস্তার লাভ, সন্ত্রাস, ডাকাতি-ছিনতাই বৃদ্ধি, ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক তার চুরিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, জেলা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফসারউদ্দিন ভুঁইয়া আফসু প্রমুখ
বাংলা ২৪ বিডি নিউজ
==================
বিদ্যুতের সংকট ও ট্রান্সফরমার চুরি নিয়ে উদ্বিগ্ন মুন্সীগঞ্জবাসী
কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ জেলায় একদিকে বিদ্যুতের সংকট ও অন্যদিকে বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরি নিয়ে উদ্বেগের মধ্যে আছে মুন্সীগঞ্জ প্রশাসনসহ জেলাবাসী। তাই বিষয়টি দ্রুত নিরসনের ল্েয সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজিজুল আলম এ কথা বলেন। বেলা পৌনে ১২ টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরও বলেন, পৃথিবীর কোথাও সীবোট দিয়ে নৌপথে মানুষ পারাপারের নজির না থাকলেও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সীবোট দিয়ে দীর্ঘ পদ্মা পাড়ি দিচ্ছে দনিাঞ্চলের মানুষ। এমনকি তা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বৈধ ভাবে ও সরকারি নিয়ম মেনে যাতে সীবোট চলাচল করে সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজণীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর এড্যাভোকেট আব্দুল মতিন বলেন, মাওয়া-কাওড়াকন্দি নৌরুটে সীবোট চলাচল করার সময় হত্যা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সন্ধার পরই এ নৌরুট মারাত্বক ঝুকিপূর্ন হয়ে উঠছে। অপরদিকে মুন্সীগঞ্জে গ্যাস সংকট নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহনের পরও তা বাস্তাবয়ন না হওয়ায় ােভ প্রকাশ করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন। এ সময় তিনি তিতাস গ্যাস মুন্সীগঞ্জের ম্যানেজার পরপর দুইটি সভায় অনুপস্থিত থাকার কথা উল্লেখ করে আগামী সভায় উপস্থিত থাকার আহবান জানিয়ে সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত আবাসিক লাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
আমাদের সময়
======================
Leave a Reply