আলু ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই

সদর উপজেলার মিজিকান্দি গ্রামে ব্যবসায়ী সোহরাব ঢালীর আলু বিক্রির চার লাখ টাকা বুধবার রাতে ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের আধারা ইউনিয়নের মিজিকান্দির সোহরাব ঢালী একজন আলু ব্যবসায়ী। প্রতিদিনের মতো শহরের মুক্তারপুর কোল্ড স্টোরেজে আলু বিক্রি করে তিনি মিজিকান্দি যাওয়ার পথে বুধবার রাত সাড়ে ১০টায় ছিনতাইকারীর কবলে পড়েন। একই ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের সন্ত্রাসী মহসিন ও বাবুলের নেতৃত্বে চারজন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মহসিনকে প্রধান আসামি করে চারজনের নামে অভিযোগ দাখিল করেছেন সোহরাব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের কন্ঠ

Leave a Reply