ব.ম শামীমঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ভোরন্ডা গ্রামে গতকাল শুক্রবার সিক্র সাইড ক্রিক্রেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । এতে দুরন্ত আরাফাত বলই ঢাকা গ্লার্ডিয়েটরস কে ৪ রানে পরাজিত করে। দুরন্ত আরাফাত বলই প্রথম বেট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ১ ইউকেটে ৮১ রান করে। জবাবে ঢাকা গ্লার্ডিয়েটরস নির্ধারিত ৫ ওভারে ২ ইউকেটে ৭৭ রান করতে সক্ষম হয়। পরে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আউটশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল হক লিটন ঢালি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সেলিম মোল্লা, আজিজুল হক সেখ,আনোয়ার হোসেন ,চঞ্চল শিকদার, হাসান ইমাম,জুলহাস শিকদার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বার রফিক শিকদার মজনু।
ক্যাপশন ঃ ক্রিক্রেট ম্যাচে বিজয়ী দুরন্ত আরাফাত বলইকে ল্যাপটপ তুলে দিচ্ছেন প্রধান অতিথি জহিরুল হক লিটন ঢালী।
Leave a Reply