পদ্মা সেতু দুর্নীতি
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সংশ্লিষ্ট ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ব্যাংক। সোমবার কানাডীয় এই প্রকৌশল প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পদ্মা সেতুর তদারকির কাজ পাওয়ার জন্য এসএনসি লাভালিনের যে ইউনিটটি দরপত্র জমা দিয়েছিল, ওই প্রকল্পে দুর্নীতির তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত তারা আর বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্পে অংশ নিতে পারবে না।
এসএনসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ানা বোর্নে বলেন, “আমরা বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্তকে সম্মান দেখাচ্ছি। আমারা যে কোনো অনিয়ম করিনি, তাও প্রমাণ হওয়া দরকার। তবে অন্য সব প্রকল্পে আমাদের অন্যান্য ইউনিটের কাজ যাথারীতি চলবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের কাজ কে পাবে তা চূড়ান্ত না হলেও এর তদারকির দায়িত্ব পেতে আগ্রহী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকায় এসএনসির নাম রয়েছে। বিশ্ব ব্যাংক গত সেপ্টেম্বরের শুরুতে জানায়, ওই কাজ পেতে এসএনসি-লাভালিনের কর্মীরা ‘দুর্নীতি’ করেছেন- এমন একটি অভিযোগ তদন্ত করছে কানাডীয় পুলিশ।
এর পরপরই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দেয় বিশ্ব ব্যাংক, যাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল দেশের সবচেয়ে বড় এ নির্মাণ প্রকল্পে।
এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য চুক্তি করলেও বিশ্ব ব্যাংকের ঘোষণার পর তাদের অর্থায়নও ঝুলে যায়।
এ প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন গত ২৮ মার্চ বলেন, ‘দুর্নীতির’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নেবে না।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা তদন্তের প্রাথমিক ফলাফলের অপেক্ষায় আছি।”
এ প্রকল্পের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধান চালিয়েছিল, তবে দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি বলে জানিয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে দেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্প আটকে যাওয়ার পর মালয়শিয়া এতে আগ্রহ দেখায়।
পদ্মা প্রকল্পে বিনিয়োগ প্রস্তাব মালয়শিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে অনুমোদন করেছে বলে রোববার জানান ঢাকায় মালয়শিয়ার হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরপর সাংবাদিকদের বলেন, প্রকল্পের দাতা সংস্থাগুলোর সঙ্গে সমস্যা সমাধানের আগে পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে মালয়শিয়ার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
Leave a Reply