টঙ্গিবাড়ী থানা পুলিশের ওপেন হাউস ডে

ব.ম শামীম: ম্ন্সুীগঞ্জের টঙ্গিবাড়ী থানা পুলিশের ওপেন হাউস ডে বুধবার টঙ্গিবাড়ী থানায় অনুষ্ঠিত হয়। টঙ্গিবাড়ী থানা ওসি মোঃ আবদুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার সাহাবুদ্দিন খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশের সাবেক এস,পি মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিণিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হালদার ভূতু, টঙ্গিবাড়ী প্রেস ক্লাবের আহবায়ক ব.ম শামীম প্রমুখ।

উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান, ইউ পি সদস্যবৃন্দ, টঙ্গিবাড়ী প্রেস ক্লাবের সদস্য সচিব ফিরোজ আলম বিপ্লব ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রায় ১ হাজার লোকের সমাগম ঘটে। ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তরা জানান যে, টঙ্গিবাড়ীর আইন শৃঙ্খলা অবস্থা খুব ভাল । এ সময় তারা টঙ্গিবাড়ী থানা ওসি আবদুল্লাহর কর্মকান্ডে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সভায় আরো জানানো হয়, বিগত সময়ে ওসি আবদুল্লাহ টঙ্গিবাড়ী থানায় থাকা অবস্থায় টঙ্গিবাড়ী থানা সারা বাংলাদেশের অন্যতম শান্তিপূর্ন উপজেলা হিসাবে চিহ্নিত হয়েছিলো। এ ধারা বজায় রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়। এ সময় তৃর্নমূল পর্যায়ের লোকজন তাদের দাবী দাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

=======================

টঙ্গীবাড়িতে মাদককে “না”

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা প্রাঙ্গনে আজ বুধবার সকালে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে সহস্রাধিক এলাকাবাসী মাদককে “না” বলেছেন। এরা কেউ-ই মাদক বিকিকিনি করবেন না, মাদক সেবন করবেন না, এমনকি মাদকের জন্য থানা-পুলিশের কাছে কোন তদবিরও করবেন না বলে ঘোষনা দিয়েছেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় সর্ব ক্ষেত্রেই মাদককে “না” বলার অভ্যাস গড়ে তোলার জন্য সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো: শাহাবুদ্দিন খান। তিনি মাদককে আশ্রয়-প্রশ্রয়ের ক্ষেত্রেও সকল “না” বলার অনুরোধ জানান। জেলার টঙ্গীবড়ি থানা প্রাঙ্গনে বুধবার ওপেন হাউস ডে-তে সর্ব বৃহত লোক সমাগম ঘটে। ১১টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগন এতে উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, ওপেন হাউস ডে-তে বুধবার টঙ্গীবাড়ি থানা প্রাঙ্গনে এবারই প্রথম সহস্রাধিক লোকের সমাগম ঘটে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা গেছে তাদের মাঝে। অনুষ্ঠানে মাদকের কুফল, ব্যবহার ও বিকিকিনি নিয়ে আলোচনা প্রধান্য পায়। টঙ্গীবাড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: আবদুল্লাহ্’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে প্রথম গার্ড অব অনারকারী সাবেক এসপি মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, টঙ্গীবাড়ির ইউএনও রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ি আ’লীগের সভাপতি জগলুল হালদার ভূতু, টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের আহবায়ক শামীম বেপারী প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply