মাওয়ায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, ফেরি সার্ভিস সচল

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মাওয়ায় মঙ্গলবার রাতে ডুবে যাওয়া ট্রাক এখনও উদ্ধার হয়নি। তবে পানি পরিমাপণের পর রাত ১০ টা থেকে দুর্ঘটনাস্থল মাওয়া ১নং ঘাট থেকে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। এই তথ্য নিশ্চিত করে মাওয়াস্থ বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, ডুবে যাওয়া রডভার্তি ট্রাকের ওপরে পানি রয়েছে ২২ ফুট। আর ফেরি চলাচলের পানি প্রয়োজন ৭/৮ ফুট। তাই এই থেকে ফেরি চলাচল করছে। একই সাথে ক্রেন দিয়ে ট্রাকটি ব্যক্তি উদ্যোগে উঠানো চেষ্টা চলছে। ফেরি চলাচল করলেও উদ্ধার তৎপরতায় কোন বিঘœ হচ্ছে না। উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে যশোর ট-১১-০৮৯১ নম্বারের ট্রাকটি ১৫ টন রডসহ ফেরি ঘাটের কাছে পার্কিং করা ছিল। হঠাৎ ট্রাকটি পল্টুনের উপর দিয়ে পদ্মায় ডুবে যায়। এই সময় ঘাটে ফেরি ছিল না, ট্রাকেও তখন কেউ না থাকায় কোন বড় ধরেন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকটি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল।

Leave a Reply