এশিয়ান পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় শুক্রবার সকালে এশিয়ান পেপার মিলের ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে পেপার মিলের গোডাউন ও মুল কারখানার প্রায় কোটি টাকার কাগজ পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে ১১ কেভি সঞ্চালন লাইনের বৈদ্যুতিক তারের শর্ট-সার্কিট থেকে পেপার মিলের টিনসেট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানিয়েছেন। শুক্রবার সকালে ভারী বর্ষন চলাকালীন ফকির গ্রুপের এ পেপার মিলের গোডাউনে প্রথম এ আগুন লাগে। পরে বর্ষনের কারনে বাতাসের গতিবেগ বেশী থাকায় ভেতর দ্রুত সময়ের মধ্যে গোডাউন ছাড়িয়ে মূল কারখানার ভেতর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

জেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার নুরুল আলম দুলাল জানান, মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নেভাতে ছুটে যায় অগ্নিকান্ডের স্থলে। কাগজের স্তুপের ভেতর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। দুপৃুর দেড়টার দিকে প্রাথমিক ভাবে আগুনের তীব্রতা কমাতে সক্ষম হলে নারায়নগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডস্থল ত্যাগ করে। তিনি আরো জানিয়েছেন- আগুন নিয়ন্ত্রণ আনতে বিকেল নাগাদ অপেক্ষা করতে হবে। এখনো ভেতের আগুন ছাঁইচাপা রয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

=====================

এশিয়ান পেপার মিলে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

কাজী দীপু: মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে এশিয়ান পেপার মিলে অগ্নিকাণ্ডে দেড় হাজার টন কাঁচামাল ও ১০টি পাম্প পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন বিদ্যুতের খুটিতে থাকা ১১ হাজার ভোল্টেজের দুইটি তার ঝড়ো হাওয়ায় আঘাত লেগে আগুনের ফুলকি এশিয়ান পেপার মিলের উপর পড়ে। এ থেকেই আগুনের সূত্রপাত হয়ে পরে তা মিলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জের দমকল কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

সূত্র জানায়, আগুনে পেপার মিলের দেড় হাজার টন কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল হোসেন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে এশিয়ান পেপার মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply