শ্রীনগর ভাগ্যকুল ইউপি উপ-নির্বাচন জমে উঠেছে

আগামী ১১ এপ্রিল উপ-নির্বাচন
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন জমে উঠেছে। জানা গেছে, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী ফজলুল হক মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে গেলে নির্বাচন কমিশন ১১ এপ্রিল উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে সরকার সমর্থিত প্রার্থী ২জন। আর বিএনপির প্রার্থী একজন। সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম একুল খান গরুর গাড়ী প্রতীকে নির্বাচন করছেন। ভাগ্যকুল ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুল হোসেন মিটুল আনারস প্রতীক ও ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কাজী ফজলুল হকের ছেলে কাজী মনোয়ার হোসেন শাহাদাত দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সরকার সমর্থিত দুই প্রার্থী মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ সুকুমার রঞ্জনের আর্শিবাদ কামনায় এ নির্বাচনে লড়াইয়ের ময়দানে মাঠে নেমেছেন। সকল প্রার্থী প্রতিটি ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। প্রাথীরা একেক দিন এককে গ্রামে জনসংযোগ করছেন। প্রার্থীরা ভোটাদের নানা ধরণের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে নির্বাচনে চায়ের কাপে ঝড় উঠেছে। প্রার্থীরা ভোটারদের মন পেতে ও জয় লাভ করার আশায় দু’হাতে টাকা উড়াচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখানে ত্রিমুখি লড়াই হবে।

এখানে মোট ভোটার হচ্ছে ১৮ হাজার ৩শ’২৪ জন। তারমধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৮ হাজার ৮শ’৭১জন ও মহিলা ভোটার হচ্ছে ৯ হাজার ৪শ’৫৩জন। মোট ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি কক্ষে ভোটাররা ভোট প্রদান করবে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply