টঙ্গিবাড়ী থেকে ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মা নদীর পারে বৈশাখী ঝড়ের কবল হতে রক্ষা পেতে বেশ কিছু বেঁেদ পরিবার নদীর পারে নৌকা উঠিয়ে বসবাস করছে। মুন্সীগঞ্জের অভ্যন্তরীন খালগুলোর নব্যতা হ্রাস, অবৈধ দখল, নগর সভ্যতার বিকাশ, ম্যৎস সম্পদ হ্রাসের কারনে জেলার ভীতরে বিভিন্ন খালে বসবাস করা বেঁদে পরিবারগুলো এখোন নদী মুখী হতে বাধ্য হচ্ছেন। কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সাথে সাথে চরম বিপাক পড়েছে তারা। তাই নৈৗকা উঠিয়ে শুকনায় বসবাস করতে বাধ্য হচ্ছেন ।
হাসাইল পদ্মার পারে বেঁদে নৌকাগুলোর মধ্যে ছোট একটি নৌকার ভিতরে শাহিদা নামের এক বেঁেদর বাস। সাথে স্বামী মিন্টু মীর এক ছেলে মুন্না (১৫), দুই মেয়ে রন্তা (৭) ও স্বপ্না (২) বসবাস করেন। স্বামী মিন্টু মীরের সাথে ছেলে মুন্না সারাদিন নদীতে মাছ ধরেন, কিন্তু অন্যান্য জেলেদের ন্যায় তাদের মাছ ধরার সারঞ্জমদি না থাকায় তেমন মাছ পাননা তারা। ফলে সারাদিন মাছ ধরে যা আয় হয় তা দিয়ে কোন রকম আদা পেট খেয়ে পরে বেঁেচ আছেন। ছেলে মুন্নাকে পড়ানোর ইচ্ছা থাকলেও পেটের দায়ে সম্ভব হয়নি, তবে বড় মেয়ে রতœা স্থণীয় বিদ্যালয়ে ২য় শ্রেণীতে লেখাপড়া করছে।
সাহিদা জানান, তাদের আদিবাস লৌহজং উপজেলার দিঘলী গ্রাম। জন্মের পর হতে তারা টঙ্গিবাড়ী উপজেলার মোকামখোলা নামক খালের মোহনায় বসবাস করে আসছেন। কিন্তু বর্তমানে খালটি ভরাট হয়ে যাওয়ায় সেখানে আর আগের মতো মাছ পাওয়া যায় না । তাই বাধ্য হয়ে নদীতে চলে এসেছেন। কিন্তু বৈশাখ মাসে একটু ঝড়েই নদীতে বেশ ঢেউ হয় । তাই বাধ্য হয়ে নৌকা শুকনায় উঠিয়ে বসবাস করছেন। স্থায়ীভাবে ঘর তুলে বসবাস করার কথা বললে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেঁেদ পরিবারগুলো জানালেন, কার জায়গায় ঘর তুলবেন তারা । তাদের কি কোন জায়গা জমি আছে? অন্যের জায়গায় ঘর তুলতে গেলে লাঠি নিয়ে দৌড়ে আসবেন মারতে। তাছাড়া নৌকা শুকনায় উঠিয়েছেন তাতেইতো জমি ওয়ালার কতো বাধাঁ।
পদ্মার পাড়ে মাটিতে নৌকা উঠিয়ে বসবাস করা বেঁেদ পরিবার । ছবিটি টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল নদী পাড় হতে তোলা।
Leave a Reply