মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি ভাড়া আপাতত বাড়ছে না

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নৌ-পথ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-কাওড়াকান্দি নৌপথে কাল মঙ্গলবার থেকে ফেরির ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে । সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পূর্বের ভাড়াই বলবৎ থাকছে বলে বিআইডব্লিউিটিসির সহকারী মহাব্যবস্থাপক মো.আশিকুজ্জামান জানিয়েছেন। আরিচায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে চাঁদাবাজি, ফেরি ভাড়া বৃদ্ধির করার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট-আন্দোলন কর্মসূচি পালন করার মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়। এর আগে বিআইডব্লিউটিসি কাল ১০ এপ্রিল থেকে এ নৌপথে সকল পরিবহনের ফেরি ভাড়া শতকরা ২৫ ভাগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। দফায় দফায় তেলের দাম বৃদ্ধি হওয়ায় বিআইডব্লিউটিসিকে লোকসান থেকে রক্ষা করতে এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউিটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, সর্বশেষ ২০০৮ সালে এ নৌপথে ফেরি পাড়াপাড় ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। এরপর ৫ দফা তেলের দাম বাড়লেও ফেরি ভাড়া বাড়েনি। বর্তমানে লোকসানের হাত থেকে বিআইডব্লিউটিসিকে বাঁচাতে ফেরি ভাড়া বাড়ানোর সিদ্ধ্ন্তা নেয় মন্ত্রণালয়। আপাতত ফেরি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা ঘোষণা করা হয়েছে । পরবর্তী নির্দেশ এলে বর্ধিত ভাড়া অনুযায়ী ৮ টনের উপরে ট্রাক ভাড়া ১ হাজার ৬৮০ টাকার স্থলে ২হাজার ১০০ টাকা, ৩ থেকে ৮ টন পর্যন্ত ট্রাকের ভাড়া ১ হাজার ২৬০ টাকার স্থলে ১ হাজার ৫৭৫ টাকা, ৩ টনের নিচে ট্রাক ভাড়া ৭৪০ টাকার স্থলে ৯২৫ টাকা, বড় বাস ভাড়া ১ হাজার ৪৩০ টাকার স্থলে ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা, সাধারণ বাস ভাড়া ১ হাজার ২১০ টাকার স্থলে ১ হাজার ৫১২ টাকা ৫০ পয়সা, মাইক্রোবাস ৫৮৯ টাকার স্থলে ৭২৫ টাকা, পাজেরো জীপ ৫৪০ টাকার স্থলে ৬৭৫ টাকা এবং প্রাইভেটকার ৩১০ টাকার স্থলে ৩৮৭ টাকা আদায় করা হবে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply