কাজী দীপু, শ্রীনগর ভাগ্যকুল থেকে : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রর একই চিত্র দেখা গেছে। শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ায় ভোটারদের উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রশাসন ও প্রার্থীরা।
ভোটারদের উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছেন প্রার্থীরা।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে প্রশাসন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ভাগ্যকুল ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও আনসারের ৪ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করছেন।
সরেজমিনে গিয়ে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়, কামারগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ও চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটাররের অংশগ্রহণ বেশি দেখা গেছে।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম একুল খান বাংলানিউজকে জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচন চলাকালে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply