মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মুন্সীগঞ্জ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কাজ একটি কঠিন কাজ। এখানে একটি বৌদ্ধ বিহার আবিস্কৃত হতে যাচ্ছে। এই কর্মকাণ্ড যেন মাঝ পথে থেমে না যায়। এই মহৎ কাজের সঙ্গে আমি সব সময় থাকবো। মুন্সীগঞ্জকে বিক্রমপুর জেলা হিসেবে নামকরণ করার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বলেন, বৃটিশ আমলে এই জনপদ ছিল মুন্সীগঞ্জ মহকুমা। মোঘল আমলে ছিল ইদ্রাকপুর। ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেছেন মোঘল সাম্রাজ্যের সুবেদার মীর জুমলা। রামপালের নামই বলে দেয় প্রাচীণ যুগেও এর গুরুত্ব কত অধিক। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ এলাকা। আদি যুগে জ্ঞান তাপস অতিশ দীপঙ্কর এবং আধুনিক যুগে স্যার জগদীশ চন্দ্র বসুর জন্ম হয় এ এলাকায় ।আজ শুক্রবার বিকেল মুন্সীগঞ্জের বজ্রযোগনী এলাকাস্থ যুব প্রশিক্ষন কেন্দ্রে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আবিস্কৃত প্রাচীণ বৌদ্ধ সভ্যতার স্থাপনা ও প্রত্নতত্ত্ব প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামীলীলীগ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ উল আলম লেলিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, এটর্নি জেনারেলএডভোকেট মাহবুবে আলম, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শহাবুদ্দিন খানঁ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ। এর আগে মন্ত্রী সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় প্রত্নতত্ত্ব খনন কাজ ও খননে যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে তা তিনি পরিদর্শন করেছেন। সংগঠন সূত্র জানায়, গত দুই বছর ধরে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের তত্ত্ববধানে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু করেন।
বাংলা ২৪ বিডি নিউজ
==============
রঘুরামপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন অর্থমন্ত্রীর
মুন্সীগঞ্জ জেলার রঘুরামপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার বেলা ৩টায় সদ্য আবিষ্কৃত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে আরো ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী, জেলা প্রশাসক আজিজুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বিক্রমপুর এবং মুন্সীগঞ্জ ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। পাল রাজত্বকালে দেশে বৌদ্ধবিহার স্থাপিত হয়। সে হিসেবে এখানে একটি বৌদ্ধবিহার পাওয়া যেতে পারে। তবে সেজন্য এ অঞ্চলের সকলকে সহযোগিতা করতে হবে।’
এ ব্যাপারে প্রত্নতাত্ত্বিক গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ড. সুফি মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এটি এখন পর্যন্ত যতটুকু খনন করা হয়েছে তাতে মনে হচ্ছে, একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া যেতে পারে।’
পরে মন্ত্রীসহ পরিদর্শনকারী দলটি মুন্সীগঞ্জের বজ্রযোগিনী যুব প্রশিক্ষণ কেন্দ্রে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত প্রাচীন বৌদ্ধ সভ্যতার স্থাপনা এবং প্রত্নতত্ত্ব প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় সংগঠনটির সভাপতি নূহ-আলম লেলিন উপস্থিত ছিলেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply