ধলেশ্বরী নদী থেকে ২০ মণ জাটকা জব্দ

কাজী দীপু: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে সোমবার ভোরে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশিদুজ্জামান বাংলানিউজকে জানান, পাগলা ক্যাম্পের কোস্টগার্ড এর পেটি কর্মকর্তা নওশের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এমভি দৌলাত খান লঞ্চ থেকে বড় দু’টি ঝুড়িতে রাখা ২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে সকাল ৯টার দিকে আটক করা জাটকা পেট্রোল দিয়ে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়েছে বলে তিনি বাংলানিউজকে জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply