গজারিয়ায় বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ কর্মীরা। এ সময় মহিলাসহ ১২ জন আহত হয়েছে। রোববার রাতে হোসেন্দী গ্রামে ও বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারুক (২৮) ও শহীদজামান (৩০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২০ আওয়ামী লীগ কর্মীকে আসামি করে গজারিয়া থানায় অভিযোগ দাখিলের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, আবুল খায়ের গ্রুপের কাছে জমি বেচাকেনা নিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ কর্মী মমিরুল হক টিটু গ্রুপের বিরোধ দেখা দেয়। এর জের ধরে টিটু গ্রুপ রোববার রাতে হামলা চালিয়ে ৭ থেকে ৮টি ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে বিএনপি কর্মী ফারুক, শহীদজামানসহ বেশ কয়েকজন মহিলা আহত হয়। অপর দিকে গতকাল উপজেলার বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে সন্ত্রাসী আলম বাকিতে সিগারেট না পেয়ে দোকানদার শামীম (২০)কে মারধর করে। এর প্রতিবাদ করলে তার বোন মমতাজ বেগম (২২) ও তার পিতা ফিরোজ মিয়া ও ভাই সাত্তারকে মারধর করে এবং শামীমের দোকানটি লুটপাট করে। আবু হানিফ মোল্লা জানান, হামলায় আওয়ামী লীগ কর্মীরা তার ও চুন্নু সরকার, খোরশেদ আলম, শাহ আলমের বসতঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও জমির দলিল নিয়ে গেছে।
মানবজমিন
Leave a Reply