কাজী দীপু: মুন্সীগঞ্জের কালিরচর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঘর উঠানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতদের মধ্যে ফাহিমা (৮), ওসমান (৪০), রানী বেগম (৫৫), ইমাম হোসেন (৩৫), শরিফা বেগম (৩৯), ফরিদা বেগম (৩৮) ও ফেরদৌসৗকে (১৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, ঘর তোলাকে কেন্দ্র করে কালিরচর গ্রামের সেলেম নফতি ও সৈয়দ প্রমাণিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহিলা ও শিশুসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই ) সুলতান উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দাখিল করেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply