মুন্সীগঞ্জে বাদী পক্ষকে মারধর, পৌর কাউন্সিলরের নামে জিডি

কাজী দীপু: ভাংচুর ও লুটপাটের মামলা তুলে নিতে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন বাদী পক্ষের গিয়াসউদ্দিন (৪৭) নামের এক ব্যক্তিকে মারধর করেছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের সাব রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকেল ৪ টার দিকে গিয়াসউদ্দিন মিয়া বাদী হয়ে পৌর কাউন্সিলর মকবুল হোসেনসহ ৫ জনের নামের সাধারণ ডায়েরি (জিডি) রুজু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত কাজে শহরের সাব রেজিস্ট্রি কার্যালয়ে গেলে পৌর কাউন্সিলর মকবুল হোসেন বাদী মামুন হাজারীর দাদা গিয়াসউদ্দিন মিয়াকে মারধর করে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়।

উল্লেখ্য, সম্প্রতি জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এতে পৌর কাউন্সিলর মকবুলসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামুন হাজারী বাদী হয়ে মামলা রুজু করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, রুজু করা জিডির তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply