এই সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়ে ফেলেছে—আব্দুল হাই

বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই বলেছেন, নানা অপকর্ম ও ব্যর্থতার জন্য এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। গতবার যেভাবে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, এবার তা হবে না। আওয়ামী লীগের রাঘব বোয়ালরা দেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে । ইলিয়াস আলীকে সরকার তুলে নিয়ে গুম করে রেখেছে । যদি তার খোঁজ না পাওয়া না যায়, তাকে খুন করা হয়-তবে এই দেশের মানুষ তার জবাব দেবে । এই যদি হয় তাহলে দেশের সাড়ে ১৫ কোটি মানুষের কি হবে । শেখ হাসিনা সমুদ্র বিজয় নিয়ে ব্যস্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিক দম্পতি খুনের রহস্য বের করতে ২৪ ঘন্টা সময় নিয়েছিলেন । কিন্ত ৩ মাস অতিবাহিত হলেও এর কুল-কিনারা বের করতে পারেননি। ইলিয়াস আলী গুম হওয়ার ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে । যতো তাড়াতাড়ি সম্ভব ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। যদি লজ্জা ও মান সম্মান থাকে তাদের পদত্যাগ করা উচিত। এই সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়ে ফেলেছে ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণদানকালে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র পার্টি অফিসের নীচে শহর বিএনপি’র সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ইরাদত মানুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল আজিম স্বপন প্রমুখ । পরে এক বিশাল বিক্ষোভ মিছিল জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে পুরাতন বাস স্ট্যান্ড ঘুরে পার্টি অফিসে এসে শেষ হয় ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply