বিভক্তির রাজনীতিতে ঝিমিয়ে পড়ছে মুন্সীগঞ্জ আওয়ামীলীগ

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: বিভক্তির রাজনীতিতে অস্থির মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ। দলীয় উপ-দলীয় কোন্দলে নেতাকর্মীরাও দ্বিধা বিভক্ত।দলটির সাংগঠনিক কার্যক্রমও নেই। শীর্ষ নেতাদের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে।তাদের দ্বন্দ্বের প্রভাব তৃণমূলের নেতাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়ছে। জেলা যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নামে মাত্র কমিটি রয়েছে। কিন্ত তাদের দলীয় কোন কার্যক্রম নেই।দলীয় নেতাকর্মীরা দুই গ্র“পে বিভক্ত হয়ে নানা রকম সুযোগ-সুবিধা নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আজোবধি জেলা শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কোন কার্যালয় করতে পারেননি।

জেলা আওয়ামী লীগ, যুবলীগের কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে দীর্ঘ বছর আগে। কিন্ত সম্মেলন না দিয়ে পদ হারানোর ভয়ে তারা ক্ষমতা আকড়ে ধরে রেখেছেন বলে দলীয় নেতাদের অভিযোগ। ২০০৩ সালে জেলা যুবলীগের কমিটি গঠিত হয় ।কমিটি গঠন হওয়ার পর থেকে দলীয় কোন কার্যক্রম নেই তাদের। সর্বশেষ জেলা আওয়ামীলীগের সম্মেলন হয় ২০০৪ সালে। দুই বছর মেয়াদী এ কমিটির বয়স এখন ৮ বছর। ১৯৮৮ সাল থেকে ২৪ বছর ধরে মোহাম্মদ মহিউদ্দিন জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৭৮ সাল থেকে দুই টার্মে ১০ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময়ে তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের একচ্ছত্র অধিপতি ছিলেন। সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের শেল্টারে মোহাম্মদ মহিউদ্দিন আওয়ামী রাজনীতিতে মুন্সীগঞ্জের দণ্ডমুণ্ডের কর্তা বনে যায়। ২০০৬ সালে আপন ভাতিজা তাপস হত্যাকে ঘিরে মোহাম্মদ মহিউদ্দিন আওয়ামী রাজনীতিতে একা হতে শুরু করেন। হয়ে পড়েন বেশ সমালোচিত। বিরোধ দেখা দেয় মহিউদ্দিন পরিবারে।ছোট ভাই আনিসুজ্জামান বাদী হয়ে বড় ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে ফয়সাল বিপ্লবসহ ১৮ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় তারা জেল হাজত খাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের আওয়ামী লীগের রাজনীতি উত্ত্যপ্ত হয়ে উঠে। আনিস শিবিরে অনেকেই এগিয়ে আসেন। এই হত্যাকে কেন্দ্র করে মহিউদ্দিন-আনিস পরিবারে ফাটলের সুযোগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে অনেকেই লাইম লাইটে চলে আসেন।

এরপর ২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকার এলে রাজনীতিতে তার ধস নামে। তিনি হয়ে পড়েন বিতর্কিত। শীর্ষ ৫০ সন্ত্রাসীর তালিকায় তার নাম এলে তিনি আতœগোপনে চলে যান । ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি ফিরে আসেন রাজনীতিতে। কিন্ত এর আগেই তার ক্ষমতা খর্ব হয়ে যায়। তার একচ্ছত্র রাজনীতিতে ভাগ বসায় দলীয় বিদ্রোহী গ্র“প। পারিবারিক বিরোধকে কাজে লাগিয়ে লাইম লাইটে চলে ওই গ্র“পটি। দল ক্ষমতায় আসার পর কোন সুযোগ কাজে লাগাতে পারেননি মোহাম্মদ মহিউদ্দিন। দলের অপর গ্র“পটি বেশ শক্ত অবস্থানে থাকায় গেল উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে মহিউদ্দিন পুত্র ফয়সাল বিপ্লব প্রার্থী হলে তাকে পরাজয় বরণ করতে হয়। দলীয় সূত্র মতে, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি রয়েছেন তার সঙ্গে। অপর শিবিরে রয়েছেন-মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা এমপি মমতাজ বেগম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিনের ছোট ভাই আনিসুজ্জামান আনিস। মহিউদ্দিনের এক সময়ের কাছের লোক হিসাবে পরিচিত মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এখন সরাসরি তার সঙ্গে নেই বলে দলীয় একাধিক নেতা জানিয়েছেন। এছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির অনেক নেতাই তার সঙ্গে নেই বলে সূত্র জানায় ।

এদিকে, এই সুযোগে আগামী জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিউদ্দিনের ছোট ভাই আনিসুজ্জামান আনিসকে পুঁজি করে কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ আওয়ামী রাজনীতিতে নিজের অবস্থান পাকাপুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দলীয় নেতাকর্মীদের অভিমত । ইতোমধ্যে জেলার রাজনীতিতে খবরদারিও করছেন বলে তারা জানান। এদিকে, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিনের অনুপস্থিতিতে সদর আসনে তারই কাছের লোক হিসেবে পরিচিত এম ইদ্রিস আলী দলীয় মনোনয়ন পান। মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের গণজোয়ারে তিনি এমপি নির্বাচিত হন। এই আসনে তিনি দলীয় টিকিটে নির্বাচন করতেন । এমপি নির্বাচিত হওয়ার পরই মহিউদ্দিনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরপর উপজেলা নির্বাচনে মহিউদ্দিনের বড় ছেলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল বিপ্লব চেয়ারম্যান পদে প্রার্থী হন। একই পদে প্রার্থী হন মহিউদ্দিনের ছোট ভাই আনিসুজ্জামান। নির্বাচনে মহিউদ্দিনের অনুপস্থিতিতে বিপুল ভোটের ব্যবধানে আনিসুজ্জামান জয় লাভ করেন। এরপর মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে মহিউদ্দিন পুত্র ফয়সাল বিপ্লব মেয়র পদে প্রার্থী হন। প্রার্থী হয়-জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এডডভোকেট মজিবুর রহমান। বিরোধীতার কারনে নির্বাচনে এম ইদ্রিস আলী, মমতাজ বেগম, আনিসুজ্জামান ও মৃণাল কান্তি দাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিপ্লব ঠেকাও নির্বাচনী প্রচারণা শুরু করে। নির্বাচনে বিএনপির প্রার্থী একেএম ইরাদত মানুর সঙ্গে সামান্য ভোটের ব্যবধানে বিপ্লব পরাজিত হয়। মৃণাল কান্তি দাস, আনিছুজ্জামান-এম ইদ্রিস আলীর প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় অবস্থানে ছিলেন। সব মিলিয়ে ভাইপো হত্যাকে ঘিরে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন কোনঠাসা হয়ে পড়েন। অনেকইে সুযোগে বুঝে ইদ্রিস আলী-মৃণাল কান্তি গ্র“পে হাত মেলায়। ওদিকে, গত বছরের ২১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপর মহিউদ্দিন ও তার অনুসারীরা রাজনীতিতে নতুন করে কিছুটা শক্তি ফিরে পায় ।কেউ কেউ নতুন করে মহিউদ্দিন শিবিরে ফিরে আসছেন। তবে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ মহিউদ্দিন অনেকটা দু:সময় কাটিয়ে নিজেকে গুছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply