বুড়িগঙ্গা ও ধলেশ্বরী থেকে আড়াই টন জাটকাসহ আটক ১

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : রবিবার ভোরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ঢাকাগামী এমভি মিতালী-১, এমভি শরীয়তপুর-৩, এমভি কেয়া-১ ও এমভি ফ্লোটিলা থেকে আড়াই টন জাটকা আটক করেছে কোস্টগার্ড। এমভি শরীয়তপুর-৩ লঞ্চে থেকে জাটকা জব্দ করারর সময় মো. জামাল হোসেন (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী ৪ হাজার ৯শ’ টাকা কোস্ট গার্ডকে ঘুষ দেয়ার চেষ্টা করেলে তাকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান মোবাইল কোর্টে মাছ ব্যবাসায়ী জামাল হোসেনকে তিন মাসের কারাদন্ড দেয়। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য অফিসার মো. মোস্তফার উপস্থিতে নারায়ণগঞ্জের পাগলায় প্রকাশ্যে নিলামে জব্দকৃত জাটকা ১ লাখ ৪০ হাজার টাকায় নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ফেরদৌস আহম্মেদ নিরু এই তথ্য নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত জামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জের মো. হাফিজ মৃধার পুত্র । সে জাটকাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল।

কোস্টগার্ড গত পয়লা ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত ১ম ফেব্রুয়ারি ৩৭ টন জাটকা এবং ২০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করেছে। সরকার ১ ফেব্রিয়ারি থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে। তাই কোস্টগার্ড এই অভিযান চালায়।

Leave a Reply