বিষয়টি জনগুরুত্বপূর্ণ

ঢাকা-মাওয়া মহাসড়কে স্প্রিড ব্রেকার (গতিরোধক) মানুষের জীবন বাঁচানোর জন্য সড়ক ও জনপথ বিভাগ স্থাপন করেছে, যা দীর্ঘদিন ধরে এই মহাসড়কে চলাচলকৃত যানবাহন বাস, ট্রাক, মাইক্রোকার প্রভৃতিতে লাখ লাখ মানুষ খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলাসহ স্থানীয় মুন্সীগঞ্জ জেলার লৌহজং, শ্রীনগর, সিরাজদীখান উপজেলার অসংখ্য রোগীসহ যাতায়াত করেন। কিছু মানুষের জীবন রক্ষার জন্য স্থাপিত স্প্রিড ব্রেকার মানুষের দুর্ভোগের ফাঁস হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের কোন মহাসড়কে এত বেশি স্প্রিড ব্রেকার স্থাপন করা হয়েছে বলে আমার মনে হয় না। শ্রীনগর উপজেলার দোগাছি থেকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর পর্যন্ত সড়ক সর্বোচ্চ ১২-১৫ কিলোমিটার হবে। এর মধ্যে প্রায় ৫০টি স্প্রিড ব্রেকার স্থাপন করা হয়েছে। মহাসড়কে মাত্রারিক্ত স্প্রিড ব্রেকার থাকার কারণে গাড়ির যন্ত্রাংশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি সড়ক দুর্ঘটনা, ছিনতাই, ডাকাতি ও মানুষ আহত হচ্ছে। সময় অপচয় হচ্ছে ঢাকা লেখাপড়া করা ছাত্র-ছাত্রীদের এবং জীবিকার তাগিদে রোজ আসা-যাওয়া করা চাকরিজীবী ও ব্যবসায়ীদের। জনস্বার্থে স্প্রিড ব্রেকারগুলো সরানো একান্ত দরকার।

কাজী নূরুল আমিন
শ্রীনগর, মুন্সীগঞ্জ

Leave a Reply