গজারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় দু‘পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড় রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনসার আলী (৪৮), ইয়াদ আলী (৩৪), ফজলুল হক (৬৫), সাহাবুদ্দিন (৩৫), রফিকুল ইসলাম (২৬), জমির আলী (৩০) ও রহিমা বেগমকে (৩৬) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আরিফ ও শহীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দাদন মিয়া ও আনসার আলী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।

এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দাখিল করেনি বলে এসআই জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply