আ’লীগ নেতা মিতুল জেল হাজতে

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্র ও খালের দখলবাজ আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিতুলের জামিনের আবেদন মঙ্গলবার দুপুরে আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্রের ও পাশের খালের জায়গায় বালু ভরাট করে দখল ও মার্কেট নির্মাণ শুরু করার ঘটনায় গত জানুয়ারি মাসের শেষ দিকে শ্রীনগর থানায় ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়ে নিন্ম আদালতে আতœসর্মপণের নির্দেশ দেয়। গত ৭ এপ্রিল হাইকোর্টের মেয়াদ শেষ হয়।

এদিকে, মঙ্গলবার দুপুরে দখলবাজ আওয়ামী লীগ নেতা মুন্সীগঞ্জের ৩ নম্বর আমলী আদালতে আতœসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। উল্লে­খ্য, একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গত ৩ জানুয়ারি হাইকোর্টে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্রের দখলবাজ আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিতুলের বিরুদ্ধে মামলা দায়ের করে দখলমুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। এতে ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বাদী হয়ে দখলবাজের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply