কাজী দীপু: মুন্সীগঞ্জ শহরের হরগঙ্গা কলেজ ক্যাম্পাস সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, দুপুর ১২টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার হরগঙ্গা কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মুর্হুতের মধ্যেই ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply