মুন্সীগঞ্জের গজারিয়ার কালিপুরা চরদিঘি গ্রামে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দু‘পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আমেনা (২৫), সালমা (৩০), রোশনারা (৪০) ও সুফিয়াকে (৩৫) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বাংলানিউজকে জানান, উপজেলা কালিপুরা ডিগ্রিচর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে বাবু ও খলিলের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে খলিলের লোকজন বাবুর বাড়িতে হামলা চালায়। এসময় দু’পক্ষের সংঘর্ষ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই জানান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply