গজারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

মুন্সীগঞ্জের গজারিয়ার কালিপুরা চরদিঘি গ্রামে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দু‘পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আমেনা (২৫), সালমা (৩০), রোশনারা (৪০) ও সুফিয়াকে (৩৫) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বাংলানিউজকে জানান, উপজেলা কালিপুরা ডিগ্রিচর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে বাবু ও খলিলের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে খলিলের লোকজন বাবুর বাড়িতে হামলা চালায়। এসময় দু’পক্ষের সংঘর্ষ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply