সাকুরা দর্শন উৎসব এবং প্রাক ইতিকথা

রাহমান মনি
সাকুরা বা চেরী ফুলের সঙ্গে জাপানের ঐতিহ্য কথাটি জড়িত। সূর্য উদয়ের দেশ বললে যেমন জাপানকে বোঝায় তেমনি জাপানকে সাকুরার দেশ বললেও ভুল হবে না। চেরী ক্লোজম বা সাকুরা (ফুল) উৎসব জাপানি সংস্কৃতির প্রাচীনকাল থেকে চলে আসা একটি অন্যতম উৎসব।

হানা (ফুল) মি (দর্শন) বা হানামি অর্থাৎ ফুলদর্শন (সাকুরা) জাপানের ট্রাডিশনাল সংস্কৃতি। প্রায় ১৩শ বছর পূর্ব থেকে এই সংস্কৃতি চলে আসছে জাপানে। প্রতি বছর ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত এলাকাভিত্তিতে এই উৎসব পালিত হয়ে থাকে। ওকিনাওয়াতে বছরের প্রথম ফুল ফোটা শুরু হয়ে মে মাসে উত্তর জাপানে অর্থাৎ সাপ্পোরোতে উৎসব পালন সমাপ্ত হলেও মূলত মধ্য জাপান এবং পূর্ব জাপানে এই উৎসব ব্যাপক আকারে পালন করা হয়। মধ্য জাপানে মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের প্রথম সপ্তাহে উৎসব শুরু হয়।

প্রতি বছর আবহাওয়া বিভাগ ফুল ফোটার পূর্ব ঘোষণা দিয়ে থাকে। সেই অনুযায়ী এই বছর পূর্ব জাপান অর্থাৎ টোকিও এবং এর আশপাশের জেলাগুলোতে ৩১ মার্চ সাকুরা ফুল ফোটার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে পুরোপুরি ফুল ফুটতে দেরি হয়। যদিও কিছু কিছু এলাকাতে ৩০ মার্চ থেকেই ফুল ফুটতে দেখা যায় তথাপি ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল এর পরিপূর্ণ সময়।

সাকুরা ফুল নিয়ে জাপানিদের আয়োজনেরও শেষ নেই। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি শুরু হয় এই সাকুরা ফুল ফোটার সময়টিতে। ফুলের মতো যেন প্রস্ফুটিত হয় তার জীবন, আলোকিত করে এই ভুবন অন্তর্নিহিত কারণ থাকে এটি। জাপানে এমন কোনো বিদ্যালয়ের অবস্থান পাওয়া যাবে না যেখানে সাকুরা ফুলের কোনো গাছ থাকবে না। শুধু বিদ্যালয়ের মধ্যেই সাকুরা গাছ যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। রাস্তাঘাট, বাড়ির আঙিনা, পার্ক, নদীর পাড় এমনকি পাহাড়ের উপরও সাকুরার অবস্থান সুস্পষ্ট এবং পরিকল্পিত। অবস্থান (সিজনাল) আছে শপিং মল, কমিউনিটি সেন্টার, কর্পোরেট বিল্ডিং, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস এমনকি তারকা সমৃদ্ধ হোটেল থেকে শুরু করে স্বল্প দামের পানশালা পর্যন্ত। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা আর্টিফিশিয়াল। রেস্তোরাঁর খাবারের ম্যানুগুলোতেও সাকুরার প্রাধান্য সহজেই পাওয়া যায় এই সময়টাতে।

সাকুরার রয়েছে হাজার রকমভেদ। এলাকা ভেদে নামও ভিন্ন। আকার, রং এবং ফোটার সময় কাল এবং স্থায়িত্বও ভিন্ন ভিন্ন। সাকুরা নিয়ে গবেষণারও শেষ নেই।
সাকুরা ফুল ফোটার সময়টা পুরো জাপানজুড়ে উৎসব পালিত হয়। সবার মধ্যে আনন্দ বিরাজ করে। আবালবৃদ্ধবণিতা এই আনন্দে একাকার হয়ে যায়। সকলে ফুল দর্শন উপভোগ করে সমানভাবে। একাকী, পারিবারিক, সম্মিলিতভাবে এই আনন্দে শরিক হয় প্রায় প্রতিটি জাপানি। রাত্রিকালীন সাকুরা যাকে ণড়ুধশঁৎধ বলা হয়ে থাকে তা উপভোগ করার জন্য সারাদিন কাজ শেষে সারারাত সাকুরা গাছের নিচে বিভিন্ন স্বাদের রঙিন পানীয় এবং সেই সঙ্গে আনুষঙ্গিক প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে মাদুর পেতে পূর্ব প্রস্তুতি নেয়া যে কি আনন্দের তা জাপানিদের না দেখলে বোঝা যাবে না। যদিও পরের দিন সময়মতো সকলেই কাজে যোগদান করে থাকে। ফুল দর্শন প্রবাসীরাও বেশ উপভোগ করে থাকে। প্রবাসী মালিকানাধীন কোম্পানিগুলোও ফুল দর্শন করার জন্য বিশেষ সুযোগ দিয়ে থাকে। টোকিওতে রাত্রিকালীন ফুল দর্শনের তীর্থস্থান হচ্ছে উএনো (টবহড়)। যদিও ফুল দর্শনের নির্দিষ্ট কোনো স্থান নেই। চেরী গাছের নিচে হলেই হলো। ফুল দেখার সঙ্গে উদরপূর্ণ করে নিজেদের সৌভাগ্যবান ভাবা প্রাচীন একটি প্রচলিত প্রবাদ ‘হানা ইয়োরিডাঙ্গো’। অর্থাৎ শুধু ফুল দেখলেই পরিপূর্ণতা আসবে না, সঙ্গে পানাহারও করতে হবে তাহলেই পরিপূর্ণতা আসবে।

সাকুরা দর্শন ইতিহাস যেখান থেকে
জাপানিদের সাকুরা ফুল দর্শন কয়েক হাজার বছরের পুরনো হলেও এর স্বপক্ষে নির্দিষ্ট কোনো তত্ত্ব পাওয়া যাবে না। খ্রিষ্টপূর্ব সাত শতক থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দর্শন শুরুর ইতিহাস উইকিপিডিয়া থেকে জানা যায়। নারা জিদাই (৭১০-৭৯৪) এ সম্রাট গেনমেই হেইজোকিও শহরে উমে প্লাজম (চষঁস) ব্লোজম স্বল্প পরিসরে শুরু করেন। এই সময় চীন থেকে উপহার হিসেবে বিভিন্ন কালারের উমে (চষঁস) গাছ সারিবদ্ধভাবে হেইজোকিও শহরের শোভাবর্ধন করতে থাকে। এরপর হেইআন জিদাই (৭৯৪-১১৮৫) এর সময় সম্রাট কামমো হেইআনকিও শহরে নতুনভাবে উমে এবং পাশাপাশি সাকুরা গাছ রোপণ করে ফুল দর্শন উপভোগ করেন এবং ফুল দর্শনের সঙ্গে বিভিন্ন ধরনের মদ সেই সঙ্গে বিভিন্ন খাবার গ্রহণ করা শুরু করেন। তবে তা কেবল একটি শ্রেণীর লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল না। অন্য কথায় বলা যায়, অনুমতি ছিল না। হেইয়ান যুগে সম্রাট সাগা কিয়োটো এম্পেরিয়াল গার্ডেনে সভাসদদের নিয়ে সাকুরা ফুল দর্শন। পানাহার করার সময় সাকুরাকে নিয়ে কবিতা, গান রচনা করা হয়। আলোকোজ্জ্বল সৌন্দর্যম-িত ক্ষণস্থায়ী স্বল্পকালীন এই অনুভূতিকে হৃদয়ে দীর্ঘস্থায়ী করে রাখার জন্য মূলত এই আয়োজন। সেই থেকেই সাকুরা ফুল দর্শন আনুষ্ঠানিকভাবে শুরু বলে প্রচলিত ধারণা। তবে ভিন্নমতও আছে।

এলিট শ্রেণীর হাত ধরে খুব শীঘ্রই তা সামুরাই সমাজে বিস্তার লাভ করে এবং এদো যুগে তা সাধারণ মানুষের উদযাপনের সুযোগ করে দেয়া হয়। তোকুগাওয়া ইয়োশিমুনে নামক স্থানে সাকুরা গাছের নিচে বসে দুপুরে লাঞ্চ এবং সেই সঙ্গে মদপানরত অনুভূতি নিয়ে সাকুরা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করে। সেই হিসেবে সম্রাট সাগাকে আধুনিক সাকুরা দর্শন (চেরী ব্লজম) এর জনক বললেও ভুল হবে না। এরপর আঘুচি-মোমোয়ামা যুগে (১৫৬৮-১৬০০) হিদোয়োশি তোয়োতোমি সাকুরা ফুল দর্শনে বড় ধরনের পার্টির আয়োজন করে ফুল দর্শনকে জনপ্রিয় করে তোলেন এবং সেই সঙ্গে জাপানিরা নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ না রেখে নদীর পাড়, পার্ক, লেকের ধার, রাস্তার ধার যেখানেই সাকুরা গাছের ছড়াছড়ি সেখানেই এই আয়োজন করে আসছে।

দেশে দেশে সাকুরা উৎসব পালন
সাকুরা উৎসব বা চেরী ব্লজম এখন জাপান ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে পালন করা হয়। যদিও ব্যাপক আকারে নয়। দেশগুলো হচ্ছে তাইওয়ান, কোরিয়া, ফিলিপিন, ম্যাকাও, জর্জিয়া, ইউরোপের ফিনল্যান্ড এবং আমেরিকায় নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি। ১৯১২ সালে শুভেচ্ছা নিদর্শন হিসেবে জাপান আমেরিকাকে ৩০০০ সাকুরা গাছের চারা উপহার হিসেবে দেয়। ওয়াশিংটন ডিসিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে গাছগুলো শোভা পেতে থাকে। এরপর ১৯৬৫ সালে আরো ৩৮০০ চারা উপহার হিসেবে পাঠানো হয়।
নিউইয়র্কের ব্রুকলিতে প্রতি বছর মধ্য মে’তে ১৯৮৯ থেকে সাকুরা ফেস্টিভ্যাল পালিত হয়ে আসছে। ব্রুকলি বোটানিক্যাল গার্ডেন আয়োজিত উৎসবগুলোর মধ্যে সাকুরা উৎসব খুবই জনপ্রিয় একটি উৎসবে পরিণত হয়েছে।

ফিনল্যান্ডের হেলসিং কির Roihuvuori নামক স্থানেও মে মাসে সাকুরা উৎসব হয়ে থাকে। সেখানে বসবাসরত জাপানি জনগণ এবং তাদের দ্বারা পরিচালিত কোম্পানি ২০০টি চারা উপহার হিসেবে দেয়।

মোটকথা সাকুরা ফুল দর্শন জাপানি সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি উৎসব। রূপকথা, গল্পে, কবিতায়, পানাহারে, ব্যবসায় সব স্থানেই সাকুরা ফুল দর্শন স্থান দখল করে আছে এবং ধীরে ধীরে তা বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। হয়ত ভবিষ্যতে বাংলাদেশেও…। তথ্য : উইকিপিডিয়া।

rahmanmoni@gmail.com

সাপ্তাহিক

Leave a Reply