ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় বাস চাপায় আছিয়া বেগম (৭০) নামের এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগমের স্বামী মৃত সৈয়দ আলী, বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরিফ খান জানান, ‘ভিক্ষুক আছিয়া বেগম ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে দুপুরে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।’
তিনি আরও জানান, ‘ঘাতক গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply