সিরাজদিখানে খালে টমটম : এক যাত্রী নিহত, আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই টমটম খালে পড়ে গেলে আব্দুল কাদির (৭০) নামের যাত্রী নিহত ও আরো ১৫ যাত্রী আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার রসুনিয়া এলাকায় ব্রাক অফিসের সামনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত যাত্রী সুরুজ মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টমটমটি রসুনিয়া বাজার থেকে যাত্রীবোঝাই করে ব্রাক অফিস এলাকায় যাচ্ছিল। টমটমের চালক পালিয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

=======================

সিরাজদিখানে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২২

ব.ম শামীম: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নাীমতলা-ঢাকা সড়কের রশুনীয়া ব্রাক-ব্যাংকের সামনে বুধবার সকাল ১০টায় একটি যাত্রীবাহী টমটমগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে পাশের শাখা নদীতে পড়ে যায়। এতে একজন নিহত ও ২২ জন আহত হয়। এ সময় টমটমটির ভেতরে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করে। নিহত কাদির সেখ (৭০) সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্বরশুনিয়া গ্রামের মৃতঃ বিশু সেখের ছেলে। আহতদের মধ্যে কাদীর সেখ (৬০), ইমরান (১২), সোহাগ (১১), আকাশ (১০), খোকন দাস (৪৬), জয় দাস (১৫), সুরুজ শিকদার (৫০)সম্রাট (১১),রাজা (১০),লতা রানী (১১) ও সৃস্টি (১১) সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় লতা রানী ও সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply