দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুতে ট্রাক বিকল হয়ে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় শুক্রবার ভোর রাত থেকে দিনভর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট দেখা দিয়েছে। সন্ধা ৭টায় এ প্রতিবেদন লেখার সময়ও যানজট রয়েছে বলে জানা গেছে।
এতে মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ এ যানজটের ফলে শত শত যানবাহন আটকা পড়েছে। ফলে হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার ভোর রাতে মেঘনা-গোমতী সেতু ও আশপাশ এলাকায় ৩টি ট্রাক বিকল হয়ে পড়লে এ অবস্থার সৃষ্টি হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভচেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরিফ সন্ধা ৭টার দিকে জানান, বিকল হওয়া ট্রাক নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে হাইড্রলিক রেকার এনে সরানো হলেও যানজট এখনও রয়েছে।
তিনি আরও জানান, গজারিয়ার ভবেরচর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে এ যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।
যানজট প্রসঙ্গে সার্জেন্ট আরিফ আরও জানান, সেতু এলাকায় ৩টি ট্রাক বিকল, চান্দিনা এলাকায় সড়ক দুর্ঘটনা ও সড়ক মেরামতের কাজসহ একাধিক কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে শুক্রবার দিনভর দীর্ঘ যানজটের ফলে এ সড়কে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ সময় খাবার ও পানির সংকট দেখা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply