শ্রীনগরে ভাগ্যকুল সরকারি খাল পূনরুদ্ধার

অবশেষে হাই কোর্টের নির্দেশে শ্রীনগর ভাগ্যকুল এলাকার বেদখলকৃত সরকারি খালটি পুনরুদ্ধার করা হয়েছে। ভরাটকৃত খালের বালু অপসারণ করেছেন দখলদার আওয়ামী লীগ নেতা নিজেই। জানা গেছে, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল তার লোকবল নিয়ে গত টানা ১ মাস ধরে বালু অপসারণের কাজ শুরু করে বৃহস্পতিবার এর খনন কাজ শেষ করেন। উল্লেখ্য, বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারি খাল দখলের খবর প্রকাশ হলে মহামান্য হাইকোর্ট গত ৩ জানুয়ারি এর বিরুদ্ধে সু-মুটো রুল জারি করেন। এবং তা পূনরুদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর প্রেেিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজিজুল আলম ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী দখলদার মিটুলকে বালু অপসারণের জন্য তাগিদ দেন। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী সরকারি খাল পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের নির্দেশের পর খালের বালু অপসারণ না করলে দখলদার মিটুলের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার কথা বললে তার নিজস্ব লোকবল দিয়ে বালু অপসারণ করে খালটি পুনরুদ্ধার করেন। এ প্র্রসঙ্গে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল বলেন, জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে ডোবা(খাল) ভরাট করেছিলাম। হাইকোর্টের নির্দেশে খাল থেকে ভরাটকৃত বালু অপসারণ করা হয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply