টঙ্গীবাড়ীতে দু গ্র“পের বন্দুকযুদ্ধে ৫ জন গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত

অস্ত্রসহ আটক ১২
ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ছটফটিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু গ্র“পের বন্দুক যুদ্ধে শক্রবার ৫ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ১টি বন্দুক ও ১ টি রিভলবারসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার ও ১২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো মো. লোকমান মোল্লা (৬০), মো. মেহেদি হাসান (৩০), সখিনা (৪০), মো. শরিফ বেপারী (৩১), আমানুল্লাহ আমান (৫১), আহসানউল্লাহ(৪৫),মহব্বত আলী (৪০),লিটন(৪২), ইয়াছিন বেপারী (৪৬), মতিউর রহমান(৩৬), কামালউদ্দিন(৫২), মিনাল হোসেন (৩৪)।

জানাগেছে, ছটফটিয়া গ্রামের আমনুল্লাহ বেপারী গংদের সাথে জয়নাল বেপারী গংদের দির্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে আমনুল্লাহ গং প্রায় ২ মাস পূর্বে ফতুল্লা থানায় একটি মামলা দয়ের করলে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।

আমানুল্লাহ গংরা স্ব-পরিবারে ঢাকা বসবাস করেন। গতকাল শুকবার সকালে ছটফটিয়া গ্রামের পৈতিক ভিটায় একটি বাড়ি নির্মান করতে আসলে দু পক্ষ পূর্নরায় সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় উভয় পক্ষ আগ্নেয় ও দেশীয় অস্ত্র নিয়ে মুখামুখী সংঘর্ষে লিপ্ত হন। এতে করে প্রায় ৫ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়। এ সময় ২ টি প্রাইভেটকার গাড়ি ভাংচুর করা হয়।

গুলিবিদ্ধরা হলো নাসির বেপারী (৫৫),মনির খাঁ (৪০), আনোয়ার বেপারী (৪০), বাবুল বেপারী (৫৫),রহিম বেপারী (৩৫)।

আহতদের ঢাকা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নাসির বেপারীর অবস্থা আশংঙ্কাজনক। এই ঘটনার পর হতে ছটফটিয়া গ্রামে পুলিশ মোতায়ন করা হয়েছে। র‌্যাব ১১ সদস্যরা কয়েকবার এলাকায় টহল দিয়েছে।

এই রির্পোট লেখার আগ পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
=====================

টঙ্গীবাড়ীতে বন্দুক যুদ্ধ গুলিবিদ্ধ ৪ আহত ২০ গ্রেপ্তার ১২

শুক্রবার টঙ্গীবাড়ীতে দু’পক্ষের বন্দুক যুদ্ধে ৪ জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছে। ঘটনা স্থল থেকে উভয়পক্ষের ১২ জনকে রিভলবার ও বন্দুকসহ আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, উপজেলার বেতকা চরাঞ্চলে বেলা ১১ টা থেকে ১ টা পর্য়ন্ত আমান বেপারি ও জয়নাল বেপারি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে। এ সময় এলাকায় আতংকগ্রস্থ লোকজন দিকবিদিক ছুটাছুটি করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় এ দু’গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিবাদ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। আমান বেপারি তার পরিবারের লোকজন নিয়ে বাড়িতে আসলে জয়নাল বেপারি তার লোকবল নিয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আমান বেপারির ২ টা প্রাইভেট গাড়ি ভাংচুর করে। পরে তাদের জিম্মি করে ফেললে আমান বেপারি বন্দুক নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসলে উভয়ে পক্ষের মধ্যে এক পর্যায়ে বন্দুক যুদ্ধের রূপ নেয়। খবর পেয়ে ২ ঘন্টা পর টঙ্গীবাড়ী থানা পুলিশ ও র‌্যাব-১১ এর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমান বেপারি, লোকমান মোল্লা, মেহেদি হাসান, সখিনা বেগম, শরিফ বেপারি, আহসান, মহব্বত, লিটন বেপারি, ইয়াসিন বেপোরি, মৃনালও মতিউরকে পুলিশ গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ নাসির বেপারি, মনির খাঁ, আনোয়ার ও বিপুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মো. আব্দুল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল থেকে ১ টি রিভলবার ও ১ টি বন্দুক উদ্ধার ও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্সিগঞ্জ নিউজ
=======================

টঙ্গিবাড়িতে সংঘর্ষে আহত ৮, অস্ত্রসহ আটক ১২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির চর বেতকা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাসির বেপারী ও মিলন খানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে দুপুরে এএসপি’র (সদর সার্কেল) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ, ১টি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করে।

জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে চর বেতকা গ্রামের জয়নাল বেপারী গং প্রতিপক্ষ আমানউল্লাহ গংদের ওপর হামলা চালায়। এ সময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে। নাসির ও মিলন খান গুলিবিদ্ধ হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে।

টঙ্গিবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বাংলানিউজকে জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে লোকমান (৪০) আমানউল্লাহ (৫২), মেহেদী (৩০), সখিনা (৪০), শরিফ (৩১), আহসানউল্লাহ (৪৫), মোহাব্বত আলী (৪৬) মিনাল (৩৪), মতিউর (৩৬), কামালউদ্দিন (৫২), ইয়াসিন (৪৬) ও লিটনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১৬ রাউন্ড গুলিসহ একটি বন্দুক ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলার পক্রিয়া চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply