টর্নেডোতে কোল্ড স্টোরেজসহ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত: আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে বৃহস্পতিবার রাতে কোল্ড স্টোরেজসহ ১০টি গ্রামে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রশুনিয়ার সন্তোষপাড়া গ্রামের কমল দাস, সোহরাব বেপারী, মহিউদ্দিন জমাদার, বাবু লালসহ আন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। টর্নেডোতে ইছাপুরা ইউনিয়নের হাসান কোল্ড স্টোরেজের ২টি শেডের ছাউনি উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এতে করে ওইসব গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় ১০ টি গ্রামের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তারা সারারাত খোলা আকাশের নিচে রাত যাপন করেন। বসতঘর হারিয়ে তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থদের দেখতে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান উপজেলা সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার।

সিরাজদিখান পল্ল­ী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আলী হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া টর্নেডোতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ চলছে।

বাংলা ২৪ বিডি নিউজ

=============================

সিরাজদিখানে টর্নেডোতে শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত ॥ আহত ১৫

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বৃহ¯পতিবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে কোল্ড স্টোরেজসহ ১০টি গ্রামে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রশুনিয়ার সন্তোষপাড়া গ্রামের কমল দাস, সোহরাব বেপারী, মহিউদ্দিন জমাদার, বাবু লালসহ অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। টর্নেডোতে ইছাপুরা ইউনিয়নের হাসান কোল্ড স্টোরেজের ২টি শেডের ছাউনি উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এতে করে ওইসব গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃহ¯পতিবার রাত ৯টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় ১০ টি গ্রামের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তারা সারারাত খোলা আকাশের নিচে রাত যাপন করেন। বসতঘর হারিয়ে তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থদের দেখতে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান উপজেলা সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার। সিরাজদিখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আলী হোসেন জানান, বৃহ¯পতিবার রাতে বয়ে যাওয়া টর্নেডোতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ চলছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply