ইতিমধ্যে বেশ কিছু অনুষ্ঠানই উপস্থাপনা করতে দেখা গেছে তারকা দম্পতি তাহসান-মিথিলাকে। এসব অনুষ্ঠান সাবলীলভাবে উপস্থাপনা করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তারা। সর্বশেষ চ্যানেল নাইনের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি লাইভ উপস্থাপনা করেন তাহসান-মিথিলা। সংগীতের মানুষ তাহসান গানের বাইরে ইতিমধ্যে বেশ কিছু ভিন্নধর্মী ও মানসম্পন্ন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কনটিনিউ’ ছবিতেও চলচ্চিত্র অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তাহসান। ছবিটির শুটিং বর্তমানে চলছে। এদিকে মিথিলা ইতিমধ্যে অভিনয়-মডেলিংয়ে নিয়মিত কাজ করার পাশাপাশি একটি একক অ্যালবামের কাজ শুরু করেছেন তাহসানের সংগীতায়োজনে। এ বছরেই অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে নতুন খবর হলো, এই তারকা দম্পতি এবার একটি গেম শো উপস্থাপনা করতে যাচ্ছেন।
নতুন এই গেম শোটির নাম ‘হানিমুন’। এটি হচ্ছে এই তারকা দম্পতির উপস্থাপনায় প্রথম কোন ধারাবাহিক অনুষ্ঠান। তাহসান ও মিথিলার উপস্থাপনায় ইতিমধ্যে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। চ্যানেল টুয়েন্টি ফোরের জন্য নির্মাণ করা হয়েছে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি নির্মাণ করছেন খসরু। মূলত দম্পতিদের নিয়েই হবে এই গেম শো। তাই তাহসান-মিথিলার মতো তারকা দম্পতির উপস্থাপনায় অনুষ্ঠানটি বেশ পূর্ণতা লাভ করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ২৪শে মে চ্যানেল টুয়েন্টি ফোরের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়ার কথা রয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানেই লঞ্চিং হবে দম্পতিদের অংশগ্রহণের গেম শো ‘হানিমুন’। ২৪শে মে থেকেই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে একদিন করে প্রচার চলবে চ্যানেল টুয়েন্টি ফোরে। হানিমুন গেম শোতে জিততে পারলেই অংশগ্রহণ করা সেই দম্পতি পাবেন হানিমুন ট্যুরের সুযোগ। এ অনুষ্ঠানটির আগেও আরও বেশ কিছু ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব তাহসান ও মিথিলা দু’জনের কাছেই ছিল।
কিন্থ মনঃপূত না হওয়ায় সেগুলোতে আগ্রহ প্রকাশ করেননি তারা। এ প্রসঙ্গে তাহসান মানবজমিনকে জানান, আসলে নিয়মিতই নাটকে অভিনয় কিংবা উপস্থাপনার প্রস্তাব পাই। কিন্থ আমি বেছে বেছে কাজ করার পক্ষে।‘হানিমুন’ গেম শোটির কনসেপ্ট অনেক আলাদা। দম্পতিদের নিয়ে গেম শো আমাদের দেশে এর আগে আয়োজন হয়েছে বলে আমার অন্তত জানা নেই। তার মধ্যে আবার আমার সঙ্গে মিথিলা উপস্থাপনা করছে। তাই সব মিলিয়ে অনুষ্ঠানটি করতে রাজি হই। সত্যি বলতে অনেক ভাল লেগেছে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে। আশা করছি ভিন্নধর্মী এ গেম শো দর্শকরাও বেশ উপভোগ করবেন। এ প্রসঙ্গে মিথিলা বলেন, উপস্থাপনায় আমি সব সময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে সেটা যদি ভাল কোন অনুষ্ঠান হয়। ‘হানিমুন’ ঠিক সে রকম একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটির ধরন অনেক আলাদা। সে কারণেই আসলে অনুষ্ঠানটি উপস্থাপনা করছি।
মানবজমিন
Leave a Reply