দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নেই— বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার (অব:) মোহাম্মদ এনামুল হক এমপি বলেছেন, দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নেই। এখনও দেশে বিদ্যুৎ সংকট রয়েছে। তাই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও তার সরবরাহের কাজ চলছে। শনিবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদরের হাতিমাড়া এলাকায় জাপান ফ্রেন্ডশীপ ইকো এনার্জি সিটির ভিত্তি প্রস্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বর্তমান সরকার জনগণের কাছে প্রতিশ্র“তিবদ্ধ। তাই তা বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এম এম রাজা পুস্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদুত এইচ ই সিরো সাভোসিমা, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, কামি ইলেক্ট্রনিক্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান কুজুইচি ইকেদা। এছাড়া অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ নেতৃবৃন্দ জাপান ফ্রেন্ডশীপ ইকো এনার্জি সিটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলা ২৪ বিডি নিউজ

==============

চাহিদা অনুযায়ী বিদ্যুত উৎপাদন হচ্ছে না: প্রতিমন্ত্রী এনামুল

বিদ্যুত, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার (অব.) মোহাম্মদ এনামুল হক এমপি বলেছেন, দেশে এখনও বিদ্যুত সঙ্কট রয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুত উৎপাদন হচ্ছে না। চাহিদার ভিত্তিতে বিদ্যুত উৎপাদন ও তা সরবরাহের কাজ চলছে।

শনিবার দুপুর ১

Comments are closed.